খেলাধুলা

আউশগ্রামে মরহুম হালিম হালিমা স্মৃতি কাপ ও দাতা লালন মিলন মেলার উদ্বোধন

ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রাম: মরহুম হালিম হালিমা স্মৃতি কাপ ও দাতা লালন মিলন মেলার শুভ সূচনা হল শনিবার। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নং ব্লকের গেঁড়ায় ফুটবল মাঠে এই খেলার সূচনা হয় এদিন। বলাবাহুল্য এই মেলা ও আকর্ষণীয় এই ফুটবল খেলা উপভোগ করার জন্য এলাকার বহু ক্রীড়াপ্রেমী মানুষ আশা করে থাকেন। এস,এম,ডির কর্ণধার আব্দুল লালন ও আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্ডার ও তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই মেলা ও খেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহ সভাধিপতি গার্গী নাহা, পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার,  আউসগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই ও আউশগ্রাম ২-ব্লক নেতৃত্ব প্রমুখ।

এদিনের এই খেলা দেখতে হাজার হাজার মানুষ ভীড় জমান। খেলার মাঠে মুখ্য আকর্ষণ হিসাবে মহিলা ঢাকি, মহিলা ব্যান্ড, আদিবাসী নৃত্য ও সারেঙ্গী সঙ্গীত ও নৃত্য নিকেতনের পক্ষে মাঠের মাঝে বিশেষ নৃত্য সকল মানুষের মন জয় করে। ১৬ টি দলের এই নক আউট ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে বহিরাগত প্রচুর মানুষের সমাগম হয়। অতিথিদের সম্বর্ধনা, পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলাটির শুভ সূচনা করা হয়। এদিনের এই খেলার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় দুর্গাপুর একাদশ ও কলকাতা একাদশের টিম। টানটান খেলায় ১-০ গোলে জয়লাভ করে দুর্গাপুর একাদশ। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আকার নিয়েছিল শনিবার।

Recent Posts