ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত বর্ধমান শহরের একাধিক সংস্থার অফিসে চলছে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান। আয়কর দপ্তর সূত্রে জানা গেছে, বর্ধমানের বাদামতলা মোড়ে কার্জন রেসিডেন্সি ও সিটি টাওয়ার বিল্ডিংয়ে একাধিক সংস্থার অফিসে তল্লাশি চালানো হয়েছে। সূত্রের খবর বালাজি, নিউ বালাজি, নিউ ভারত, জয় বালাজি ও মা শান্তি এগ্রো প্রাইভেট লিমিটেড নামে একাধিক সংস্থার অফিসে এই তল্লাশি চলছে । এছাড়াও পূর্ব বর্ধমানের উচালন, সগড়াই, পালিতপুর ও বীরভূমের রামপুরহাটে সংস্থাগুলির একাধিক কারখানাতেও আয়কর দপ্তরের তল্লাশি চলছে বলে জানা গেছে।
সূত্রের খবর, ওই সব সংস্থার ধানের সলভেন্ট প্ল্যান্ট, রাইস মিল রয়েছে। চালের বড় কারবার রয়েছে এই সমস্ত সংস্থার। ঘটনায় ব্যবসায়িক মহলে শোরগোল পড়েছে। বেশ কয়েকটি চাল গদি মালিক এদিন তাড়াতাড়ি অফিসের ঝাঁপ বন্ধ করে দিয়েছেন আতঙ্কে। সূত্রের খবর, বর্ধমানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বীরভূম জেলার যোগ রয়েছে। বীরভূমে সেই সংস্থার একটি রাইস মিল রয়েছে বলে জানা গেছে । ওই সংস্থার ব্যবসায়িক লেনদেনে সন্দেহজনক কিছু রয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। কোন কোন ব্যক্তি বা সংস্থার সঙ্গে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেন রয়েছে বা অতীতে ছিল তা আয়কর আধিকারিকরা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযান চলায় আয়কর দফতরের কোনও কর্তা এ নিয়েম মন্তব্য করতে চাননি।