ফোকাস বেঙ্গল ডেস্ক, কাশ্মীর: পহেলগাঁও জঙ্গি হামলায় সন্দেহভাজন জঙ্গিদের ছবি প্রকাশ করল ভারত সরকার। বুধবার জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তরফে যে তিনজনের ছবি প্রকাশ করা হয়েছে, তাতে একজনের পিঠে ছোট একটা ব্যাগ দেখা গিয়েছে।

অপর একজনের মুখে দেখা গিয়েছে চাপ দাড়ি। তৃতীয় যে সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে, সে বাকি দু’জনের তুলনায় কিছুটা শীর্ণকায় ছিল। আর সেই সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে জোরদার চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।