পশ্চিমবঙ্গ

গলসিতে এলোপাথাড়ি গুলি, গ্রেপ্তার অভিযুক্ত

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: ব্যবসায়িক পাওনাগণ্ডা সংক্রান্ত গণ্ডগোলের জেরে নিজের লাইসেন্স প্রাপ্ত রিভলভার থেকে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগে শেখ নাজমুল হুদা ওরফে সাহেব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ অভিযুক্ত ব্যবসায়ীকে এই ঘটনায় গ্রেপ্তারের পাশাপাশি রিভলভারটিও বাজেয়াপ্ত করেছে। অভিযোগকারী ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় কেস রুজু করে ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি গলসি থানার বড়মুড়িয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উচ্চগ্রামে এক ইঁট ভাটার মালিকের সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিয়ে মঙ্গলবার রাতে বচসাতে জড়িয়ে যান নাজমুল। সেই সময় নাজমুল তার সঙ্গে থাকা রিভলভার থেকে গুলি ছোড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশের দাবি, ওই ব্যক্তি নিজের লাইসেন্স প্রাপ্ত রিভলভার থেকে দু’রাউণ্ড গুলি ছুঁড়েছে।  বন্দুকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ছবি – ইন্টারনেট

Advertisement