---Advertisement---

গলসির পারাজ স্টেশনের রেললাইনে উদ্ধার ব্যাংক কর্মীর ক্ষতবিক্ষত দেহ, আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: পূর্ব বর্ধমানের গলসির থানার পারাজ স্টেশনে রেল লাইন থেকে উদ্ধার হল এক ব্যাংক কর্মীর ক্ষত বিক্ষত দেহ। রেল পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সেখ ইসমাইল। বয়স আনুমানিক ৩৬ বছর। তিনি দুর্গাপুরের একটি সরকারি ব্যাংকের কর্মী ছিলেন। সাত সকালে পারাজ স্টেশনে এমন ঘটনায় হতবাক এলাকার মানুষ। স্থানীয়দের থেকে জানা গেছে, বর্তমানে তিনি গলসি থানার পুরসা গ্রামে বসাবস করতেন। তবে তার আদি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার থানার মাধবপুর গ্রামে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এদিন সকালে তিনি ব্যাংকের কাজে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। তাদের প্রাথমিক অনুমান স্টেশন থেকে কোনক্রমে রেল লাইনে পরে যায় সে। পরে স্টেশনের যাত্রীরা তার ক্ষতবিক্ষত দেহ রেল লাইনের উপরে পরে থাকতে দেখেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। তবে এই ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি অন্য কোন রহস্য রয়েছে তার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

See also  বর্ধমানে কুড়িয়ে পাওয়া পূজার জীবনসঙ্গী হলেন আর্ট কলেজের শিক্ষক, আশীর্বাদ দিলেন প্রশাসনিক কর্তারা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---