---Advertisement---

অভিনব উদ্যোগ, উৎসবের মেজাজে প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: ভোটের প্রতি গণতান্ত্রিক আগ্রহ তৈরি করতে অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত শিয়ালী প্রাথমিক বিদ্যালয়। একেবারে লোকসভা ও বিধানসভার নির্বাচনের মতো নির্বাচনী বিধি মেনে, ভোটকক্ষ তৈরি করে সম্পন্ন হলো বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন।

বিজ্ঞাপন

শিয়ালী প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে। নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে মোট ১২ জন প্রতিনিধি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়। প্রত্যেকেই নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিল এবং কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।

ভোটগ্রহণের দিনটি যেন ছিল একেবারে উৎসবের দিন। বিদ্যালয়ের চত্বরে তৈরি করা হয়েছিল ভোটকক্ষ। শিক্ষকরাও নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভোট দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীরা সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে অপেক্ষা করে এবং প্রত্যেকেই উৎসাহের সাথে ভোটাধিকার প্রয়োগ করে। এমনকি নির্বাচনে প্রতীকি বাহিনীর ব্যবস্থাও করা হয়, যা পুরো প্রক্রিয়াটিকে আরও বাস্তবসম্মত করে তোলে।

ভোটারদের উৎসাহ বাড়াতে বিদ্যালয় কর্তৃপক্ষ নানা ব্যবস্থা গ্রহণ করে। ভোটদানের পর প্রত্যেক ভোটারকে দেওয়া হয় বিস্কুট ও চকলেট। এছাড়া, লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ক্লান্তি দূর করতে দেওয়া হয় ঠান্ডা শরবত। এমন আতিথেয়তায় ছাত্র-ছাত্রীরাও ছিল দারুণ খুশি। অবশেষে, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই সম্পন্ন হয় ভোট প্রক্রিয়া।

শিক্ষকেরা জানান, এই ধরনের উদ্যোগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। একইসঙ্গে তাদের মধ্যে দলগত কাজের মানসিকতা ও নেতৃত্বদানের দক্ষতাও গড়ে উঠবে। বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। অভিভাবকেরাও মনে করছেন, ছোটবেলা থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার এ এক দারুণ পদক্ষেপ।

See also  বর্ধমান ষ্টেশনের পুরনো রেলব্রীজ ভাঙার নির্দেশকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---