জেলায় প্রথম, সিভিক ভলেন্টিয়ারদের জন্য ক্লাবের পক্ষ থেকে বীমা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: পূর্ব বর্ধমান জেলাতেই নয়, রাজ্যেও সম্ভবত প্রথম কোন ক্লাবের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ব্যক্তিগত ২ লক্ষ টাকার বীমা করে দেওয়ার অভিনব উদ্যোগ নেওয়া হল। শনিবার বড়শুল কিশোর সংঘের উদ্যোগে শক্তিগড় থানার ৫৪ জন সিভিক ভলেন্টিয়ারের হাতে এই বিমার কাগজ তুলে দিলেন জেলা পলিসি সুপার কামনাশীস সেন। এদিন এই অনুষ্ঠানে এলাকার দুঃস্থদের মধ্যে পাঁচশোটি শাড়িও বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বড়শুল কিশোর সংঘের সাধারণ সম্পাদক পার্থ ঘোষ বলেন, ‘ সিভিক ভলেন্টিয়াররা সারা বছর রোদ, ঝড়, বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় ডিউটি করেন। দুর্ঘটনার কবলে পড়লে তাদের সরকারিভাবে কোন ক্ষতিপূরণ পাবার বিধান নেই। আর এই ভাবনা থেকেই আমরা আমাদের থানা এলাকার ৫৪ জন সিভিক ভলেন্টিয়ার কে ব্যক্তিগত ২ লক্ষ টাকার বীমা করে দিয়েছি। আগামী তিন বছর আমরা এই বীমার প্রিমিয়াম ক্লাব থেকে বহন করব। তারপরে যদি কোন সিভিক ভলেন্টিয়ার মনে করেন তিনি নিজে সেটি চালাতে পারবেন। বীমা সংক্রান্ত সমস্ত কাগজ সিভিক ভলেন্টিয়ারদের নামেই করে দেওয়া হয়েছে।’

পুলিশ সুপার বলেন, ‘ একটা ক্লাব আমাদের সিভিক দের জন্য ভেবেছে এটা ভেবেই খুব ভালো লাগছে। এই উদ্যোগ আমাদের জেলাতেই শুধু নয়, সম্ভবত রাজ্যেও প্রথম। সিভিক ভলেন্টিয়ারদের জন্য ব্যাক্তিগত দুর্ঘটনাজনিত বীমা ওদের পরিবার কে আরো সুরক্ষিত করবে। তবে এই বিমার সুবিধা যাতে কাউকেই নিতে না হয় মা দুর্গার কাছে সেই প্রার্থনা করছি। তবে বড়শুল কিশোর সংঘের এই মানবিক উদ্যোগ কে সাধুবাদ জানাচ্ছি।’ এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার অতনু ঘোষাল, শক্তিগড় থানার ওসি দীপক সরকার প্রমুখ।

 

আরো পড়ুন