---Advertisement---

সাত সকালে খুন! চাঞ্চল্য রসুলপুরে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমেরি: এক নাবালিকা কে খুনের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার সকালে তীব্র উত্তেজনা ছড়াল মেমারি থানার রসুলপুরের নতুনরাস্তা এলাকায়। নাবালিকার মা ও প্রতিবেশীরা অভিযোগ করেছেন, কেউ বা কারা ভোর রাতে ঘরে একা পেয়ে ওই মেয়েটিকে খুন করেছে। মৃতার মা বলেন, এদিন ভোর চারটে নাগাদ সবজি আনতে বাজারে গিয়েছিলেন তিনি, সকাল ৭টা নাগাদ বাড়ি ফিরে মেয়েকে মৃত অবস্থায় বিছানায় পড়তে দেখেন তিনি।

বিজ্ঞাপন

প্রতিবেশীদের বিষয়টি জানালে পুলিশ কে খবর দেওয়া হয়। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমানে পাঠিয়েছে। পাশাপশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, ২৪ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। নাহলে আন্দোলনে নামবেন তারা। নাবালিকার মা জানিয়েছেন, এদিন ভোরে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে বাজারে গিয়েছিলেন তিনি। বাড়ির অন্য সদস্যদেরও জানিয়ে গিয়েছিলেন।

সকাল সাতটা নাগাদ বাড়ি ফিরে মেয়ে কেন তখনও ঘুম থেকে ওঠেনি দেখতে গিয়ে তিনি দেখেন বিছানার ওপর নিথর অবস্থায় পড়ে রয়েছে মেয়ে। এরপরই তিনি সকলকে ডেকে বিষয়টা জানান। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে দোষী ব্যক্তিকে খুঁজে বের করার দাবি জানানো হয়েছে পুলিশের কাছে। এমনকি পুলিশ কুকুর এনে তদন্তের পাশাপাশি ফরেনসিক পরীক্ষা করার দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

See also  বউয়ের গলা টিপে হত্যার ঘটনার প্রায় চার বছর পর আসামীর আজীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ বর্ধমান আদালতের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---