festival

১০-১৪ জানুয়ারি বর্ধমানে তারকাখচিত নীলপুর যুব উৎসব

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের অন্যতম আকর্ষণীয় উৎসব নীলপুর যুব উৎসব ও ‘বাহারে আহারে খাদ্য মেলা’ দ্বিতীয় বর্ষে পদার্পন করতে চলেছে। ছোটনীলপুর জাগরণী সংঘ ফুটবল ময়দানে এই উৎসবের উদ্বোধন হবে আগামী বছর ১০ জানুয়ারি। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। উৎসব কমিটির উদ্যোক্তা রাসবিহারী হালদার জানিয়েছেন, ‘এই বছর নীলপুর যুব উৎসব কে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে। বর্ধমান শহর সহ জেলার যুব সমাজ ও সাধারণ মানুষ কে এই উৎসবে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।’

উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, একঝাঁক শিল্পী, অভিনেত্রীর সমাগমের সাথেই মেলা মাঠে থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তের নানান সুস্বাদু খাওয়ার রেসিপি। ১০জানুয়ারি (বুধবার), বিকেল ৫ টায় নীলপুর যুব উৎসব ও ‘ বাহারে আহারে খাদ্য মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেত্রী সোহিনী সরকার। ওইদিনই রাত আট টায় মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন মীর সঙ্গে ব্যান্ডেজ। ১১জানুয়ারি (বৃহস্পতিবার), উৎসবের মঞ্চে সংগীত পরিবেশন করবেন শিল্পী আবির বিশ্বাস। রাত ৮টায় উৎসবের মঞ্চে হাজির হবেন বাংলার হার্টথ্রব অভিনেত্রী নুসরাত জাহান। ১২ জানুয়ারি (শুক্রবার), সঙ্গীত শিল্পী হিসেবে উপস্থিত হবেন রাহুল দত্ত ও ওইদিনই রাতে মঞ্চে উপস্থিত হবেন অভিনেতা, সঙ্গীত শিল্পী শীলাজিৎ। ১৩ জানুয়ারি (শনিবার), উৎসবের মঞ্চ আলোকিত করবেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী।

১৪ জানুয়ারি (রবিবার) উৎসবের শেষ দিনে রয়েছে একঝাঁক চমক। এদিন সন্ধ্যা থেকেই মঞ্চে একের পর এক উপস্থিত হবেন বাংলা সিরিয়ালের নামকরা সব অভিনেত্রীরা। সন্ধ্যা ৬টায় মঞ্চে আসবেন ‘অনুরাগের ছোঁয়ায়’ সিরিয়ালের দীপা চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ ও পঞ্চমী সিরিয়ালের – পঞ্চমী: সুস্মিতা দে। এরপরই মঞ্চে আসবেন ‘আলতা ফড়িং’ – এর মিলি: খেয়ালী মন্ডল ও  ‘ইচ্ছে পুতুল’ এর মেঘ: তিতিক্ষা দাস। উদ্যোক্তারা জানিয়েছেন, এরপরও মনোরঞ্জন এর শেষ নয়। মঞ্চে আসবেন জনপ্রিয় সিরিয়াল ‘ জগদ্ধাত্রী ‘ র – জগদ্ধাত্রী: অঙ্কিতা মল্লিক। ‘ওগো নিরুপমা ‘ সিরিয়ালের চরিত্র উর্মী: সৌমি ঘোষ। সব মিলিয়ে জানুয়ারির ১০থেকে ১৪ এই চারদিন ছোট নীল পুর জাগরণী সংঘের মাঠ যে বর্ধমানবাসীর একপ্রকার গন্তব্য হতে চলেছে সেই নিয়েই ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে।