festival

১৯ থেকে ২১জানুয়ারি জৌগ্রাম উৎসব, প্রাচীন জনপদের ইতিহাস তুলে ধরাই লক্ষ্য

ফোকাস বেঙ্গল ডেস্ক,জৌগ্রাম: পূর্ব বর্ধমান জেলার প্রাচীন জনপদ জৌগ্রাম। এই জনপদ গড়ে উঠেছে জৌগ্রাম স্টেশন সংলগ্ন বিভিন্ন গ্রাম কে কেন্দ্র করে। এই গঞ্জের দক্ষিনে রয়েছে মেমারি ব্লক। উত্তরে পাঁচ কিলোমিটার দূরেই হুগলি জেলা। উত্তর দামোদর এলাকার অন্তর্ভুক্ত হলেও এখানকার সংস্কৃতি গাঙ্গেয় সংস্কৃতির সাথে সংপৃক্ত। জৈন তীর্থঙ্করের আগমন এবং মন্দির নির্মাণের সূত্রেই এই জনপদের নাম জৈনগ্রাম থেকে জৌগ্রাম।

জৌগ্রামের পার্শ্ববর্তী গ্রাম শ্রী চৈতন্য স্মৃতি ধন্য কুলীনগ্রাম। পদাবলী সাহিত্যের অন্যতম পুরুষ মালাধর বসুর জন্মস্থান। এই সমস্ত সংস্কৃতি কে তুলে ধরতেই জৌগ্রাম সংলগ্ন বিভিন্ন গ্রামের উৎসাহী যুবকদের উদ্যোগে আয়োজিত হচ্ছে জৌগ্রাম উৎসব। আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি জৌগ্রাম ষ্টেশন সংলগ্ন কলুপুকুর ফুটবল মাঠে এই উৎসব অনুষ্ঠিত হবে। বসবে মেলা। মেলায় থাকবে হস্তশিল্প থেকে বিভিন্ন খাবারের ষ্টল। তিন দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রখ্যাত সংগীত, নৃত্য শিল্পীদের পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের প্রতিভা প্রকাশের সুযোগ।

উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা। সংগীত, নৃত্য, আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থানাধীকারীরা মূল মঞ্চে অনুষ্ঠানের সুযোগ পাবে বলে আয়োজক দের পক্ষ থেকে জানানো হয়েছে। উৎসব উপলক্ষে আজ বর্ধমানে একটি সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির সভাপতি মৃদুল কান্তি মন্ডল জানালেন, ‘প্রাচীন জনপদ জৌগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে এবং স্থানীয় প্রতিভার বিকাশের উদ্দ্যেশ্যেই এই উৎসবের আয়োজন। জেলার সমস্ত প্রান্তের মানুষ কে এই উৎসবে সামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’