---Advertisement---

আবগারি ও বর্ধমান পুলিশের যৌথ অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ, লরি বাজেয়াপ্ত, সিল করা হলো চারটি গোডাউন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চোলাই মদ তৈরির উপকরণ মজুদ রাখার গোডাউনে বড়সড় অভিযান চালালো বর্ধমান সদর আবগারি দপ্তর ও বর্ধমান থানার পুলিশ। শহরের আলমগঞ্জ এলাকায় একটি রাইস মিলের ভিতর এই অভিযান চালানো হয় বলে আবগারি দপ্তর সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

অভিযানের সময় ঝাড়খণ্ডের নম্বর দেওয়া একটি লরিতে করে কয়েকশো টিন চোলাই মদ তৈরির উপকরণ পাচার করার আগেই লরিটিকে (JH 02 BN 2339 ) বাজেয়াপ্ত করে অভিযানকারী অফিসারেরা। গোডাউনে রাখা ৫৬০০ টিন ও প্রায় ৪০০ টি টিন ভর্তি গুড় (molasses) বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি চারটি গোডাউন সিল করে দিয়েছে আধিকারিকরা। যদিও অভিযানের সময় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বর্ধমান আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই বিপুল পরিমাণ তরল পদার্থ চোলাই মদ তৈরির কাজে ব্যবহার হতো বলেই মনে করা হচ্ছে। তবে বাজেয়াপ্ত পদার্থের আসল প্রকৃতি যাচাই করার প্রয়োজনে ল্যাব টেস্টের জন্য স্যাম্পেল পাঠানো হচ্ছে। পরবর্তীতে রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে খোদ শহরের মধ্যে একটি পরিত্যক্ত রাইস মিলের মধ্যে চোলাই মদ তৈরির এই বিপুল পরিমাণ রসদ মজুদ করে রাখার গোডাউনের হদিস মেলায় আলোড়ন ছড়িয়েছে।

See also  সামাজিক দূরত্বকে থোড়াই কেয়ার করে বাসের ছাদে শতাধিক যাত্রী, বর্ধমানে আটক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---