ক্রাইম

বড়শুলে অবৈধ বালিঘাটে ভূমি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, বন্ধ করে দেওয়া হল বালিঘাট, বালির গাড়ির জরিমানা

ফোকাস বেঙ্গল ডেস্ক,বড়শুল: দীর্ঘদিন ধরে দামোদরের বুক থেকে বালি চুরি করে পাচার করছিল কিছু বালি মাফিয়া। নির্দিষ্ট সূত্র মারফৎ খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বর্ধমান-২ ব্লকের ভূমি আধিকারিক ও পুলিশ যৌথভাবে দামোদর নদের বড়শুল শ্মশাণ ঘাট এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ বালি খাদান বন্ধ করে দিল। পাশাপাশি অবৈধ ঘাট গুলি থেকে বালি তুলে পাচারের সময় চারটি বালির লরি কে আটক করে পুলিশ। এদের মধ্যে কয়েকটির কোন চালান ছিল না, এবং কয়েকটি ওভারলোড করে বালি নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ।

জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ইউনিস রিসিন ইসমাইল জানিয়েছেন,’ জেলার বিভিন্ন নদ নদীতে অবৈধ ভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে সারা বছর দপ্তরের আধিকারিকরা নজরদারি চালানোর পাশাপাশি অভিযানও চালায়। বড়শুল শ্মশাণ ঘাট এলাকায় কিছু অবৈধ বালি ঘাট থেকে বালি তুলে পাচার করার অভিযোগ আসছিল আমার কাছে। আজকে বর্ধমান ২ বিএলআরও ও পুলিশ যৌথভাবে অভিযান করেছে। বালি তোলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। চারটি বালির গাড়ি আটক করে জরিমানা করা হয়েছে। এরপরেও যদি এই এলাকায় বালি তোলার কাজ কেউ করে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অন্যদিকে স্থানীয় এলাকাবাসীদের অনেকে জানিয়েছেন, বৈকুণ্ঠপুর ২ অঞ্চলের হাটশিমুল এলাকার একটি বৈধ বালি ঘাটের চালান ব্যবহার করে বড়শুলের শ্মশাণ ঘাট লাগোয়া দামোদর নদের এলাকা থেকে কিছু বালি মাফিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি তুলে পাচার করে চলেছে। এই কাজে মদত দিচ্ছে বড়শুল গ্রামের অন্নদাপল্লী এলাকার এক বাসিন্দা। তাদের অনেকের অভিযোগ, ওই ব্যক্তি বালির গাড়ি থেকে টাকা তোলে। বৃহস্পতিবার সরকারি ভাবে এই অবৈধ বালিঘাট গুলি বন্ধ করে দেওয়ায় স্থানীয় মানুষ খুশি।

Recent Posts