অন্ত:রাজ্য গরু পাচারকারী ৮ জনকে গ্রেপ্তার করলো কালনা থানার পুলিশ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: রাজ্যের বিভিন্ন থানা এলাকা থেকে গরু চুরি করে হরিয়ানায় পাচার করছিলো গরু পাচারকারীর একটি দল। কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের কালনা শহরে গরু চুরি করে পালিয়ে যাবার সময় পুলিশ চোরদের ধাওয়া করলে গাড়ি ফেলে পালিয়ে যায় বেশ কয়েকজন পাচারকারী। বৃহস্পতিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কালনার বৈদ্যপুর গ্যারেজ মোড় থেকে ৮ জন পাচারকারীকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, এই পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বিভিন্ন থানা এলাকার গরু কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এবং এই গ্যাং এ আরও কারা জড়িত আছে তার খোঁজখবর করবে পুলিশ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত গত অক্টোবর মাসের ২০ তারিখ, কালনা শহর থেকে রাতের অন্ধকারে একটি গরু পিকআপ ভ্যানে করে তুলে নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের নজরে আসে। সেই খবর থানাতে জানালে পুলিশ ফোর্স ওই গাড়িটিকে ধাওয়া করে। অভিযোগ, গাড়ি নিয়ে পালিয়ে যাবার সময় পুলিশকে চাপা দিয়ে মারার চেষ্টা করে পিক আপ ভ্যানটির চালক। এমনকি ঢিল ছুড়ে পুলিশদের আহত করে রাস্তার গার্ডওয়াল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি। শেষে পুলিশের ধাওয়ায় জামনা ব্রিজের কাছে গাড়িটি ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং চুরি যাওয়া গরুটিকে উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেয়। এরপর পুলিশ ঘটনার তদন্ত নামে।  গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে সেই গরু চোরদের গ্রেফতার করে পুলিশ। এই আন্তরাজ্য গরু পাচারকারীরা ধরা পড়ায় বিভিন্ন থানা এলাকার গরু চুরির কিনারা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরো পড়ুন