শিক্ষা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৩তম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানালো কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আজ মহাত্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৩তম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানাল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়। তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রবীণ শিক্ষক কমল সাহা ও শিক্ষাকর্মী তরুণ দাস। পুষ্পার্ঘ অর্পণ করে ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানে শিক্ষক দীপ্তসুন্দর মুখোপাধ্যায় বলেন, ’কোন মহামানবকে স্মরণ করতে হলে তাঁকে সামগ্রিকভাবে বুঝতে হবে। বিদ্যাসাগর মানে শুধু বর্ণপরিচয়, স্ত্রীশিক্ষা প্রসার বা বাল্যবিবাহ রোধ নয়। কিভাবে তিনি সমকালকে দেখেছেন এবং কিভাবে সব বাধা অগ্রাহ্য করে কঠিনতর সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তা বাস্তবায়িত করেছেন, কোথায় কোথায় তাঁর বৈপ্লবিক ভাবনা সমাজ রাজনীতি ও শিক্ষার অঙ্গনে কার্যত প্রত্যাখ্যাত হয়েছে আর কেনই বা এসব বিষয়ে গভীর পর্যালোচনার দরকার আছে। পরিবর্তমান রাজ্য ও দেশের প্রেক্ষাপটে তাঁর মানসিকতা বোঝা ও আত্মস্থ করতে পারলে তবে শ্রদ্ধা নিবেদন সার্থক হয়।’

এরই পাশাপাশি এদিন শিক্ষক রাজারাম হেমব্রমের তত্ত্বাবধানে বিদ্যালয়ের প্রবেশবীথির দুদিকেই সারিবদ্ধভাবে ঝাউচারা রোপণ করে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা। শিক্ষক অনুপকুমার দত্ত জানান, বিদ্যালয়ে অনেকরকম গাছ থাকলেও ঝাউ গাছ এই প্রথম বসানো হল। উইপিং জাতির এই ঝাউগাছগুলি সবুজ এই বিদ্যালয়কে আরও দৃষ্টিনন্দন করে তুলবে।