ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘ কন্যাশ্রী ‘ এর মেয়েরাই এবার নিজেদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে কন্যাশ্রী দিবস বয়কট করলো। পূর্ব বর্ধমানের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের খোদ স্কুলের মধ্যেই এই দিনটি কে বয়কট করে অবস্থান বিক্ষোভ চালানোর ঘটনায় রাজ্যে জুড়ে আলোড়ন ফেলেছে। সম্প্রতি আর জি কর হাসপাতালের ভিতরে রাতে এক জুনিয়র মহিলা চিকিৎসক কে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটেছে। এই পৈশাচিক ঘটনার সঙ্গে যুক্ত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত সাজা ঘোষণার দাবিতে দেশ তথ্য রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে চিকিৎসক থেকে আম জনতা। আর এবার খোদ কন্যাশ্রীর মেয়েরাই কন্যাশ্রী দিবস বয়কট করে কার্যত সরকারের কাছে চূড়ান্ত বার্তা পৌঁছে দিলো বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় এর কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা এদিন দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে মেয়েদের উপর অত্যাচারের কথা হাতে লেখা বিভিন্ন পোস্টার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি র্যালির আয়োজন করে। পরে বিদ্যালয়ের গেটে অবস্থান বিক্ষোভ করে কন্যাশ্রী দিবস বয়কট করে। কন্যাশ্রী ক্লাবের ছাত্রী অরিত্রা মন্ডল, মৌপিয়া মন্ডল, সঞ্চিতা বাগ, নাজমা খাতুন, অনন্যা মণ্ডল, তিশা দে প্রমুখরা বলেন, আর জি করে মহিলা চিকিৎসককে যেভাবে অত্যাচার করে ধর্ষণ ও খুন করা হয়েছে, দোষীদের অবিলম্বে চিহ্নিতকরণ করে তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করতে হবে।
কন্যাশ্রী ছাত্রীরা জানিয়েছেন, সরা দেশের সঙ্গে এই রাজ্যেও মেয়েরা আজ নিরাপদ নয়। মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের বাবা মায়েদের প্রতিনিয়ত চিন্তা করতে হচ্ছে মেয়েদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে। তাই যেখানে মেয়েদেরই নিরাপত্তা নেই, সেখানে কন্যাশ্রী অনুষ্ঠান করার কোন মানে হয় না। তাই তারা মেয়েদের উপর এই অত্যাচারের প্রতিবাদ জানিয়ে আজ অবস্থান-বিক্ষোভ করে কন্যাশ্রী দিবস বয়কট করেছে। তাদের দাবি, রাজ্য প্রশাসন ও পুলিশ কড়া ভাবে নজর দিয়ে মেয়েদের উপর চলতে থাকা অত্যাচার অবিলম্বে বন্ধ করুক। সুরক্ষিত করুক মেয়েদের নিরাপত্তা। এদিন প্রায় আধঘন্টা অবস্থান বিক্ষোভ করার পর শিক্ষকদের অনুরোধে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা এই অবস্থান বিক্ষোভ থেকে বিরত হন।