পথ নিরাপত্তা বিষয়ে মানুষকে সচেতন করতে খন্ডঘোষ পুলিশের অভিনব উদ্যোগ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: পথ নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ ‘ সম্পর্কে মানুষকে বোঝাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল খণ্ডঘোষ পুলিশ প্রশাসন। এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে, খন্ডঘোষ থানার ব্যবস্থাপনায় খন্ডঘোষ থানা থেকে শুরু করে খন্ডঘোষ পাঠানপাড়া মোড় পর্যন্ত একটি র‍্যালির আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রেলির মাধ্যমে ‘সেফ ড্রাইভের সেভ লাইফ ‘ এর বার্তা দেওয়া হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, ‘সেফ লাইফ সেভ ড্রাইভ’ সম্পর্কিত একটি অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একত্রিত করে। ১৭ জন প্রতিযোগী এদিনের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেন খন্ডঘোষ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাজেশ মাহাতো। বাকি ছাত্র-ছাত্রীদের হাতেও তুলে দেওয়া হয় পুরস্কার।

অংকন শিক্ষক তথা আর্ট কলেজের ছাত্র সৌমদীপ দাস জানান, যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের মধ্যে এভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা সম্পর্কিত বার্তা পৌঁছে দেওয়ায় আগামী দিনে তারাও পথ নিরাপত্তার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। খণ্ডঘোষ থানার পুলিশ প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাভাবিকভাবেই সাধুবাদ জানিয়েছেন তিনি। আজকের এক র‍্যালিতে খন্ডঘোষ থানার ওসি রাজেশ মাহাতো, সেকেন্ড অফিসার দিগ্বিজয় নন্দি সহ সকল পুলিশ আধিকারিক এবং সিভিক ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন