ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: নার্সিং ট্রেনিং কোর্সে ভর্তির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা পড়ুয়াদের কাছ থেকে বছরের পর বছর আত্মসাৎ করার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের কালনা থানার বৈদ্যপুর এলাকায় মানব আলপনা ইনস্টিটিউট নামে একটি সংস্থার বিরুদ্ধে। এই সংস্থার কর্ণধার অভিরূপ ঘোষের বিরুদ্ধেই পড়ুয়াদের মূল অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে বর্ধমান থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মেমারি থানার বৈদ্যপুর এলাকায় মানব আলপনা ইনস্টিটিউট নামে একটি সংস্থার মাধ্যমে নার্সিং ট্রেনিংয়ে ভর্তি করে দেওয়ার নামে টাকা নিতেন অভিরূপ ঘোষ নামে এক ব্যক্তি। ভর্তির পরেও দীর্ঘদিন পড়ুয়াদের কোনোরকম রেজিস্ট্রশন না হওয়ায় সন্দেহ হয় পড়ুয়াদের। এমনকি অনেক পড়ুয়ার দুবছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোনোও সেমিস্টারের পরীক্ষা নেওয়া হয়নি। কর্ণাটক মেডিকেল কাউন্সিলের অধীনে নার্সিং ট্রেনিং করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পড়ুয়াদের প্রতারিত করা হয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের। এমনকি ভর্তির জন্য পড়ুয়াদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের এডমিট, রেজাল্ট ও অন্যান্য আসল নথি জমা রাখতে হয়েছে।
পড়ুয়াদের অভিযোগ, এই পরিস্থিতিতে অন্য জায়গায় ভর্তিও হতে পারছেন না তারা। বাধ্য হয়ে পড়ুয়ারা নথি ফেরত দেওয়ার দাবি জানালে তাদের অভিযোগ, অভিযুক্ত অভিরুপ ঘোষ তাদের কাছে আরও টাকা দাবি করেন। এরপরই পড়ুয়ারা তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বরাজ ঘোষের কাছে গোটা ঘটনার বিষয়ে জানায়। অভিরূপ ঘোষ কে বৃহস্পতিবার বর্ধমানে ডেকে পাঠানো হয়। পাশাপাশি প্রতারিত পড়ুয়ারাও এদিন অনেকে এসে হাজির হয় বর্ধমানের কার্জন গেটের কাছে বিধায়ক সহায়তা কেন্দ্রে।
জানা গিয়েছে, রাজ্য ও ভিন রাজ্যে নার্সিং সহ একাধিক কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে পড়ুয়াদের কাছে টাকা তুলতো এই অভিরূপ ঘোষ। তিন বছরের নার্সিং কোর্সের ফি বাবদ প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা লাগবে বলে পড়ুয়াদের জানানো হতো। এককালীন বা ধাপে ধাপে সেই টাকা দেওয়ার সুযোগ থাকত। চলতি বছরে ৩৭ জন পড়ুয়ার কাছে ভর্তির জন্য টাকা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কেউ দু লক্ষ, কেউ এক লক্ষ নব্বই হাজার আবার কেউ এক লক্ষ চল্লিশ হাজার টাকা অভিযুক্ত অভিরূপ ঘোষের প্রতিষ্ঠান মানব আলপনা ইনস্টিটিউট এর নামে দিয়েছে।
জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে এই ব্যক্তি এই কারবার চালিয়ে আসছেন। বৃহস্পতিবার পড়ুয়ারা তাদের নথি ফেরতের দাবি করলে তিনি দিতে রাজি হননি। পরে বর্ধমান থানায় এই বিষয়ে জানানো হলে পুলিশ এসে অভিরূপ ঘোষ কে আটক করে নিয়ে যায় থানায়। যদিও পড়ুয়াদের পক্ষ থেকে রাত পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়নি বলেই পুলিশ সূত্রে জানা গেছে।