---Advertisement---

জামালপুরে মেমারি – তারকেশ্বর রোডে লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, জখম চালক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে লরি ও ডাম্পার। চাল বোঝাই লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হল চাল বোঝাই লরির চালক। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেমারি তারকেশ্বর রোডের পূর্ব বর্ধমানের জামালপুরের চৌবেরিয়া ইটভাটা সংলগ্ন এলাকায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চাল বোঝাই লরির ভিতরে আটকে থাকা চালককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জখম চালকের নাম সুকুমার মালিক। তার বাড়ি শক্তিগড় এলাকায়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই ওই ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

See also  বর্ধমানে নাবালিকা ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---