বর্ধমানে জাতীয় সড়কে মোটর ভ্যানের পিছনে লরির ধাক্কা, মৃত দুই, আহত দুই

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় আরো দুজনকে পুলিশ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। শনিবার ভোরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের মিরছোবা দূর্গতলার কাছে ১৯নং জাতীয় সড়কের ফ্লাই ওভারের উপর।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর চারটে নাগাদ একটি মোটর ভ্যানে চারজন ব্যক্তি শক্তিগড়ের দিক থেকে গলসির দিকে যাচ্ছিল জাতীয় সড়ক ধরে। সেই সময় পিছন থেকে একটি অজানা গাড়ি সজোরে মোটর ভ্যান টিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিরা হলেন শেখ বাপি ও সেখ কিরণ। আহত হয়েছেন শেখ জয়নাল ( পায়ে আঘাত) ও শেখ বালি (মাথায় আঘাত)। মৃত ও আহত সকলের বাড়ি গলসি থানার বড়দীঘি এলাকায়।

বর্ধমান থানায় খবর দেওয়া হলে পুলিশ কিছুটা দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়। আশঙ্কাজনক অবস্থায় জখম আরো দুই ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। এদিকে দুর্ঘটনার সময় স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে এসেছিলেন বহু এলাকাবাসী। দুর্ঘটনার পরই তাঁরা ছুটে আসেন ঘটনাস্থলে। ভয়াবহ দুর্ঘটনার পর পুলিশ আসতে কিছুটা দেরী হওয়ায় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েন। প্রায় ঘন্টা খানেক জাতীয় সড়ক অবরোধ করে দেয় তারা। পরে পুলিশ মৃতদেহ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে।

আরো পড়ুন