অন্য স্বাদ

বর্ধমান মেডিক্যালে শুরু হল পাঁচ টাকার ‘মা’ ক্যান্টিন

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাজ্যের বিভিন্ন প্রান্তে জনপ্রিয়তা পাওয়ার পর এবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও চালু হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘মা’ ক্যান্টিন। বুধবার মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই ক্যান্টিনের শুভ উদ্বোধন করেন। এই পরিসেবা চালু হওয়ার ফলে মাত্র ৫ টাকায় দুপুরের আহার পাবেন রোগীর পরিজনরা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে স্বপন দেবনাথ ছাড়াও ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান মেডিক্যালের সুপার তাপস ঘোষ, ‘মা’ ক্যান্টিনের নোডাল অফিসার তাপস মাকড় সহ অন্যান্যরা।

পুরসভার সচিব জয়রঞ্জন সেন ও এই প্রজেক্টের নোডাল অফিসার তাপস মাকড় বলেন, ‘ বর্ধমান পুরসভার উদ্যোগে এই ক্যান্টিন চলবে। মাত্র ৫ টাকায় দুপুরের আহারে থাকবে ভাত, ডাল, সবজি এবং ডিম কারি। প্রতিদিন সকালে প্রায় ২২০জন কে কুপন দেওয়া হবে। দুপুরে দেওয়া হবে খাবার। দুপুর সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত এই ক্যান্টিন খোলা থাকবে। পরে স্থায়ী ক্যান্টিন নির্মাণ হলে কুপনের সংখ্যা আরও বাড়ানো হবে। ইতিমধ্যেই স্থায়ী ক্যান্টিনের পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ। কিছুদিনের মধ্যেই সেখান থেকেই এই পরিসেবা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।

বর্ধমান হাসপাতাল সুত্রে জানা গেছে, আপাতত মা ক্যান্টিন শুরু করা হয়েছে জরুরি বিভাগের সামনের জি প্লাস সেভেন ভবনের নীচে৷ পরে স্থায়ী পরিকাঠামো তৈরি হয়ে গেলে এই ক্যান্টিন সেখান থেকেই চলবে। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘বর্ধমান হাসপাতালে আশেপাশের ৪-৫ টি জেলা এবং ভিনরাজ্য থেকে সাধারণ মানুষ চিকিৎসা নিতে এখানে প্রতিদিন আসেন। এই পরিসেবা শুরু হওয়ায় তারা উপকৃত হবেন।’

Recent Posts