পশ্চিমবঙ্গ

বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৬জনকে গ্রেপ্তার করল মাধবডিহি থানার পুলিশ

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: বিভিন্ন অপরাধমূলক অভিযোগের তদন্তে নেমে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ শুক্রবার ৬জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বেলার এলাকার সুরজিৎ মালিক নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে বেলার ও কেউটা এলাকা থেকে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম যথাক্রমে শান্তনু ক্যাওরা এবং হারাধন রায়।

বিজ্ঞাপন

অন্যদিকে চোলাই মদ বিক্রির অভিযোগে মনোজিত ধারা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিশ। ধৃতের বাড়ি একলক্ষ্মী এলাকায়। ধৃতের কাছে থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও গোতান এলাকায় মারপিট করার অপরাধে বাদশা আলমগীর নামক এক ব্যক্তি কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির বাড়ি নিজামপুর এলকায় বলে জানা গিয়েছে।

একইভাবে মারপিট করার অপরাধে সুবলদা এলাকা থেকে সমীর মাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই পাশাপাশি বিদ্যুৎ চুরির অভিযোগে অভিযুক্ত অনুপ খাঁ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাধবডিহি থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি পিপলদা এলাকায়। শুক্রবার ও শনিবার সকালে মাধবডিহি থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৬জনকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

Advertisement