---Advertisement---

আগামীকাল থেকে শুরু মাধ্যমিক, জেলায় ছাত্রের তুলনায় এবছর ছাত্রী সংখ্যা বেশি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামীকাল অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। গত বছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। পাশাপাশি গতবছরের তুলনায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও কমানো হয়েছে বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমান জেলা শিক্ষা দফতর সূত্রে জানাগিয়েছে, জেলায় এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৭৬২ জন। এরমধ্যে বর্ধমান সদর ডিভিশনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৮৩৩ জন। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৩১৬ জন। কাটোয়া ডিভিশনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৩৪ জন। ছাত্রী পরীক্ষার্থী রয়েছে ২ হাজার ৯৫ জন। কালনা ডিভিশনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮৯৫ জন। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৫৫২ জন।

বিজ্ঞাপন

২০২২ সালে পূর্ব বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৩৫৯ জন। সেক্ষেত্রে, বর্ধমান ডিভিশনেই পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৯০৮জন। কাটোয়া ডিভিশনে পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৩৩৪ জন। পূর্ব বর্ধমান জেলায় এ বছর পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৯৬৩ জন মেয়ে। সেখানে ছেলেদের সংখ্যা ১১ হাজার ১১৯ জন। এরমধ্যে বর্ধমান ডিভিশনে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা সব থেকে বেশি।

উল্লেখ্য, ২০,২১ দুবছর করোনার জন্য মাধ্যমিক পরীক্ষা স্থগিত ছিল। গত বছর করোনা বিধি মেনেই পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু এবছর করোনার প্রভাব কেটে যাওয়ায় সামাজিক দুরত্ব মেনে পরীক্ষার্থীদের বসানোর ব্যবস্থা থাকছে না। তাই গত বছরের তুলনায় এবছর জেলায় পরীক্ষা কেন্দ্র সংখ্যাও কমানো হয়েছে। জানাগিয়েছে, এবছর জেলায় মোট পরীক্ষা কেন্দ্র থাকবে ১৩৪ টি। এর মধ্যে ৯৩ টি মূল কেন্দ্র ও ৪১ টি উপকেন্দ্র রয়েছে। গত বছর উপকেন্দ্রের সংখ্যা অনেকটাই বেশি ছিল। ২০২২ সালে জেলায় উপকেন্দ্রের সংখ্যা ছিল ১০৬ টি।

পর্ষদ সূত্রে জানাগিয়েছে, এবছর প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি টিভি ক্যামেরার ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে, বিদ্যালয়ের বারান্দা এলাকায় ও বাথরুম যাওয়ার রাস্তায় ক্যামরা রাখা হবে। জেলা বিদ্যালয় পরিদর্শক ( মাধ্যমিক) শ্রীধর প্রামানিক জানান, ‘পর্ষদের নির্দেশিকা মেনে জেলার বিদ্যালয় গুলিতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। গত বছরের তুলনায় মূল পরীক্ষা কেন্দ্রের সংখ্যা একই থাকলেও, সাব সেন্টারের সংখ্যা কমেছে। মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা শিক্ষা দফতরের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

See also  বর্ধমানে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত মানুষদের ভ্যাকসিন প্রদান

ছবি – ইন্টারনেট

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---