---Advertisement---

বালি পাচার বন্ধ করতেই পুলিশের উপর আক্রমণ চালালো মাফিয়ারা, আক্রান্ত ও জখম তিন পুলিশ কর্মী, গ্রেপ্তার সাত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: বালি মাফিয়ারা পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে তিন পুলিশকে বেধড়ক মারধর করার ঘটনায় চরম উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সোনামুখী থানার উত্তরবেশিয়া গ্রাম সংলগ্ন এলাকায়। ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ কর্মী। সকলেই চিকিৎসাধীন। কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর আক্রমণ ও মারধরের ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়ার সোনামুখী থানার উত্তরবেশিয়া গ্রাম সংলগ্ন দামোদর নদ থেকে দীর্ঘদিন ধরে ট্রাক্টারে করে অবৈধ বালি পাচার হচ্ছিল বলে খবর আসছিল। একাধিকবার অবৈধ বালি পাচারের অভিযোগে বেশ কয়েকটা ট্রাক্টর আটক সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। অবশেষে বালি পাচার রুখতে ওই এলাকায় একটি পুলিশ ক্যাম্প বসানো হয়।

সেই পুলিশ ক্যম্পে গতকাল রাতে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের জনা ৫০ -৬০ জন গ্রামবাসী আচমকা হামলা চালায়। সেই সময় ক্যাম্পে ছিলেন পুলিশ কর্মী বিমান সরকার, রঞ্জিত চৌধুরী ও জয়ন্ত কুমার খাঁ। হামলাকারী গ্রামবাসীরা ৩ পুলিশকর্মীকেই বেধড়ক মারধর করে। ঘটনায় ৩ পুলিশকর্মী গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এদিকে গতকাল রাতেই আহত পুলিশ কর্মী বিমান সরকার সোনামুখী থানায় ১৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সাত জনকে গ্রেফতার করে। আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সাত জনকেই ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশের প্রাথমিক অনুমান, অবৈধ বালি পাচার বন্ধ করার কারণে বালি মাফিয়ারা পুলিশের উপরে চড়াও হয়ে হামলা চালিয়েছে।

সুপ্রকাশ দাস ( SDPO , বিষ্ণুপুর ) বলেন, ’বিগত মাস দুই ধরে পুলিশ বেআইনিভাবে দামোদর নদ থেকে বালি চুরি করে পাচার করার অভিযোগে বেশ কয়েকটি ট্রাক্টর সহ স্থানীয় গ্রামের কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই নিয়ে গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে। পুলিশের প্রাথমিক অনুমান, অবৈধ বালি পাচার বন্ধ করার কারণেই বালি মাফিয়ারা পুলিশের উপরে চড়াও হয়ে হামলা চালিয়েছে। আমরা ৭ জনকে গ্রেপ্তার করেছি, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ’

See also  বাড়ির মধ্যেই গলা কাটা দেহ উদ্ধার কালনায়, তদন্তে পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---