ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ইঁট ভাটার ভিতরে এক নাবালিকা কে ফুঁসলিয়ে ধর্ষনের ঘটনায় বর্ধমান মহিলা থানার পুলিশ সোমবার গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে। সোমবারই অভিযুক্ত ব্যক্তিকে বর্ধমান আদালতের পকসো কোর্টে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের নান্দুর এলাকায় একটি ইঁট ভাটায় ওই নাবালিকার পরিবার থাকে। ভিন রাজ্য থেকে কাজের জন্য তারা এখানে এসেছে। নাবালিকার বয়স আট বছর।

কয়েকদিন আগে অভিযুক্ত ব্যক্তি এলাকায় এসে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ প্রতিবেশীদের। অভিযোগ উঠেছে, ভাটা কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে জানার পর স্থানীয় একটি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে দিয়ে দায়িত্ব এড়িয়ে গেছেন। ঘটনার বিষয়ে পুলিশ বা প্রশাসনকে জানানোর প্রয়োজন মনে করেননি কর্তৃপক্ষ বলে অভিযোগ। প্রশ্ন উঠেছে, নাবালিকার ওপর শারীরিক নির্যাতনের ঘটনা জানার পরেও কেনো ইট ভাটা কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন!
ভাটার দায়িত্বপ্রাপ্ত এক কর্মী জানান, মালিকের নির্দেশে স্থানীয় ওষুধের দোকানে যাওয়া হয়। সেখানে জানানো হয়, নাবালিকা পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং রক্তপাত হচ্ছে। সেখান থেকে পেন কিলারও ও হজমের ওষুধ কিনে খাওয়ানো হয় নাবালিকাকে। ওষুধের দোকানদার নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও কর্তৃপক্ষ সেটা করেনি বলেও অভিযোগ। ওষুধ খেয়ে ঠিক হয়ে যাওয়ায় আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি নাবালিকাকে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। নাবালিকার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।