ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: সাত সকালে ফের দুর্ঘটনা বর্ধমান আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের রায়নার মীরেপোতা এলাকায়। পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে উল্টো দিক থেকে আসা পণ্যবাহী ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর জখম হলো ছোট গাড়ির চালক। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে রায়না থানার পুলিশ পৌঁছে জখম ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
![](https://focusbengal.net/wp-content/uploads/2024/03/FOCUS-ADS24.gif)
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট পণ্যবাহী ছোট গাড়িটি বর্ধমান অভিমুখে যাচ্ছিল। একই সময়ে উল্টো দিক থেকে আসা পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে তার ফলে দুমড়েমুচড়ে যায় ছোটোগাড়ি টি। তার চালক গুরুতর জখম হয়।
স্থানীয় মানুষজন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাশাপাশি আহতকে উদ্ধার করে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেলে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয়। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দুটি গাড়িকে আটক করেছে পুলিশ।