রাজ্য সরকারের নিয়ম অমান্য করে বৈঠকের বিজ্ঞপ্তি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের! প্রতিবাদ বিক্ষোভে বাতিল বৈঠক

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডেকে ছিলেন উপাচার্য। বৃহস্পতিবার ছাত্র, অধ্যাপক ও কর্মচারী সংগঠনের বিক্ষোভের জেরে বাতিল হয়ে গেল বৈঠক। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটী ক্যাম্পাসে সকাল ১১ টা থেকে এই বৈঠকের বিজ্ঞপ্তি দিয়েছিলেন উপাচার্য। অন্তর্বর্তীকালীন উপাচার্য ইসি বৈঠক করতে পারেন না, এই সরকারি নিয়ম অমান্য করে বৈঠক হচ্ছে বলে বিক্ষোভ দেখান ছাত্র, কর্মচারী এবং শিক্ষকদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ঘেরাও করে রাখা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুসারে অন্তর্বর্তীকালীন কোনোও ভিসি সভা ডাকতে পারেন না। এর আগেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ম ভেঙে এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডেকে ছিলেন। তাই আগের সভার মত এই সভাও অগণতান্ত্রিক।

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ জানান,” ৯ জুলাই উচ্চ শিক্ষা দফতরের নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে কোনোও অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ইসি বৈঠক ডাকতে পারেন না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ম না মেনে এই বৈঠক ডেকেছেন। বৈঠকের আলোচনার বিষয় নিয়েও স্পট কিছু জানানো হয়নি। তাই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিনের বৈঠকের বিরোধিতা করা হয়েছে।”

ওয়েবকুপা সংগঠনের সদস্য সৌরভমধুর দে জানান, ” উচ্চশিক্ষা দফতরের নির্দেশ অমান্য করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসি মিটিং করার চেষ্টা করেছে। তারই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সমস্ত সংগঠন প্রতিবাদ জানিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের পরীক্ষা দ্রুত সম্পন্ন করা ও পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।”

রেজিস্ট্রার সুজিতকুমার চৌধুরী জানান,” বিশ্ববিদ্যালয়ে কিছু জরুরি কাজে এসেছিলাম এদিন। বিক্ষোভের কারণে আটকে গিয়েছিলাম।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র জানান, “আমি সভা স্থগিত করিনি। কিন্তু যেভাবে প্রত্যেকবার আমাকে বাঁধা দেওয়া হচ্ছে তাতে আমি ছাত্র, শিক্ষক, কর্মচারী সংগঠনকে জানিয়েছি। এই পরিস্থিতি চলতে থাকলে পরবর্তীকালে জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হবে।”