---Advertisement---

ভোট দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিদ্যানগর গয়ারাম দাস উচ্চ বিদ্যালয়ে নিজের ২৮ নাম্বার বুথের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এই বুথে শান্তিপূর্ণ ভাবেই চলছে বলেই জানালেন মন্ত্রী। একই বুথের ভোটার প্রায় ৯০বছর বয়স্কা বৃদ্ধা কিরনবালা দেবনাথ কে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্র থেকে এদিন বেরোতে দেখা যায় মন্ত্রীকে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন,’ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ কারুরই হাতছাড়া করা উচিত নয়। মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের জন্য নানান সুযোগ সুবিধা দিয়ে চলেছেন। কিরনবালা দেবনাথ রাও বার্ধক্য ভাতা পাচ্ছেন। ওনার বৌমা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। ওনার নাতনি কন্যাশ্রী পায়। তাই এই বয়সেও অশক্ত শরীরে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ তিনি হাতছাড়া করেননি। ‘

Join WhatsApp

Join Now
---Advertisement---