ক্রাইম

বর্ধমান রেল স্টেশন থেকে ফের নাবালক উদ্ধার

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান রেলওয়ে স্টেশনের ৮নম্বর প্ল্যাটফর্ম থেকে আরপিএফ এক নাবালক কে উদ্ধার করেছে। আরপিএফ সূত্রে জানা গেছে, বুধবার প্রতিদিনের মতোই রুটিন টহল চালানোর সময় অফিসারেরা লক্ষ্য করেন একটি বছর দশেকের বাচ্চা স্কুলের ড্রেস পরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে প্ল্যাটফর্মে।  কর্তব্যরত অফিসার এরপর বাচ্চাটিকে প্রথমে আরপিএফ পোস্টে নিয়ে আসেন।

সেখানে বাচ্চাটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বাচ্চাটির বাড়ি হাওড়ার বাঁকরা থানার পশ্চিমপাড়া এলাকায়। সে হাওড়াহাট ATTIG প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে। এরপর শিশুটি কে পরিবারের হাতে পৌঁছে দিতে আইন মোতাবেক বর্ধমান চাইল্ড লাইন কে খবর দেওয়া হয়। চাইল্ড লাইন থেকে আধিকারিকরা এসে শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

আর পি এফ সূত্রে জানা গেছে, ‘নানহে ফারিস্তে’  অপারেশনের অধীনে প্রায় প্রতিদিন রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে চেকিং চালানো হয়। জানুয়ারি মাসে এইরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কারণে বর্ধমান স্টেশনে চলে আসা তিনজন শিশু কে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে। সারাবছর ধরেই এই প্রক্রিয়া জারি থাকে বলেই বর্ধমান আর পি এফ পোস্ট সূত্রে জানানো হয়েছে। 

Recent Posts