সংস্কৃতি

কালনায় ১০৮ শিব মন্দিরের পাশেই পৌরসভার সুলভ শৌচাগার নির্মাণের কাজ বন্ধ করে দিলেন বিধায়ক

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: ঐতিহাসিক কালনার ১০৮ শিব মন্দিরের পাশেই পৌরসভা সুলভ শৌচাগার নির্মাণ করেছিল। কয়েকদিন ধরেই এই নির্মাণের বিরোধিতা করে কালনাবাসী বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছে। তাসত্ত্বেও টনক নড়েনি পৌরসভার। ধর্মীয় স্থানের পাশে এই ভাবে শৌচাগার নির্মাণের বিরোধিতা করেন খোদ পৌরসভার একাধিক কাউন্সিলররাও। কিন্তু এরপরেও জোর কদমে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ নিজে ঘটনাস্থলে পৌঁছে শৌচাগার তৈরির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন।

উল্লেখ্য সম্প্রতি কালনা শহরের ঐতিহ্যবাহী ১০৮ শিব মন্দিরের গা-ঘেঁষে সুলভ শৌচাগার নির্মাণের উদ্যোগ নেয় কালনা পৌরসভা। এই খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হতেই চারদিক থেকে নিন্দার ঝড় ওঠে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের অধিগ্রহন করা এই মন্দিরের গা ঘেঁষে নির্মাণের কাজ চলছিল কোন অনুমোদন ছাড়াই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় চারিদিক থেকে নিন্দার ঝড় উঠলেও পৌরসভার টনক নরেনি। বরং আরো দ্রুত বেগে নির্মাণের কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল।

এলাকার বিধায়ক দেবপ্রসাদ বাগ স্বয়ং শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে নির্মাণের কাজ বন্ধ করে দেন। তিনি বলেন, ” মন্দিরের গা ঘেঁষে শৌচাগার নির্মাণ করা একটা অশোভন কাজ। সেই কাজ চালিয়ে যাচ্ছিল পৌরসভার কর্মকর্তারা। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে চুপ থাকতে পারিনা। তাই নির্মাণ কাজ বন্ধ করে দিলাম। যেকোন ধর্মের প্রতিষ্ঠানের পাশে এই ধরনের শৌচাগার নির্মাণ করা কখনোই শুভবুদ্ধির লক্ষণ নয়।” কালনা পৌরসভার কাউন্সিলর সমরজিৎ হালদার এবং কবি মনোরঞ্জন সাহা প্রথম থেকেই এই নির্মাণের বিরোধিতা করেন। নির্মাণের কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা খুশি। খুশি আপামর কালনাবাসী।

Recent Posts