বালির অবৈধ কারবার চালাচ্ছে তৃণমূল, সৌমিত্র খাঁয়ের বক্তব্যের পাল্টা পাগলের প্রলাপ বলে কটাক্ষ খণ্ডঘোষ ব্লক সভাপতির

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, খণ্ডঘোষ: শনিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভায় পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে একটি সাংগঠনিক কর্মী বৈঠকে উপস্থিত হয়ে সাংসদ সৌমিত্র খাঁ এই এলাকায় বালির অবৈধ কারবার নিয়ে সরব হলেন। জেলাজুড়ে বালি দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ” হাজার হাজার কোটি টাকার অবৈধ বালির কারবারের চলছে এই এলাকায়। ব্লকের সরকারি অধিকারিকরা এই কারবারের সঙ্গে যুক্ত। এই বিষয়ে মুখ্য সচিবের কাছে বিস্তারিত জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। রাজ্য বা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে।”

বিজ্ঞাপন

খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম বলেন, ” পাগল, ছাগল দের কথায় মন্তব্য করার কোনো ইচ্ছা আমার নেই। বিজেপি দলের যেমন কোনও নীতি নেই, তেমনি তাদের নেতাদেরও কোন নীতি আদর্শ নেই। বিজেপি সাংসদের মানসিক অবস্থা ঠিক নেই, এমনিতেই ভুলভাল বকেন। এই ধরনের মন্তব্য প্রলাপ ছাড়া আর কিছুই নয়। তার মতো নেতার বক্তব্যের কোনও উত্তর তৃণমূল কংগ্রেস দিতে চায় না। বরং ওকে নিজের অতীত টা মনে করতে বলুন।”

আরো পড়ুন