লাইফ টক

বর্ধমান স্টেশনে যাত্রী সুরক্ষা ও সুবিধায় একাধিক ত্রুটি, পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ রেল সুরক্ষা কমিটির

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রেলের যাত্রী সুরক্ষা ও বিভিন্ন স্টেশনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এসে বর্ধমান স্টেশনের একাধিক ত্রুটি নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করে গেলেন রেলের যাত্রী সুরক্ষা কমিটি বা পাবলিক আমেনিটিস কমিটি (পি এস সি) -র সদস্যরা। আগামী সাতদিনের মধ্যে ত্রুটি গুলো ঠিক করে দেওয়ার নির্দেশ দিয়ে যান বর্ধমান স্টেশন আধিকারিকদের। সোমবার বর্ধমান সহ হাওড়া-বোলপুর শাখার একাধিক স্টেশনে পরিদর্শনে আসেন রেলের পি এস সি -র ছয় সদস্যের এক প্রতিনিধি দল। এই দলের মধ্যে ছিলেন কমিটির জয়েন্ট কো আর্ডিনেটর অভিজিৎ দাস, প্রতিনিধি কৈলশ ভর্মা, রামকুমার পাহান,সুনীল রাম, রথীন ঘোষ সহ অন্যান্যরা।

এদিন তারা স্টেশনের বিভিন্ন দিক গুলি খতিয়ে দেখেন। যাত্রী সুরক্ষায় বর্ধমানে স্টেশনের একাধিক ত্রুটি ধরা পড়ে কমিটির প্রতিনিধিদের চোখে। প্রতিনিধি দলের সদস্যরা সাধারণ যাত্রীদের সঙ্গেও কথা বলেন। জানতে চান কোন কোন ধরনের পরিষেবা পেতে তাঁদের অসুবিধা হচ্ছে। আর তারপরেই নিজেদের পর্যবেক্ষণ ও যাত্রীদের মুখে সমস্যার বিষয় জেনে স্থানীয় আধিকারিকদের অবিলম্বে এই সমস্ত সমস্যার সমাধান করার নির্দেশ দেন তাঁরা।

এদিন সন্ধ্যা ৬ টা পনেরো নাগাদ বর্ধমান স্টেশনে পৌঁছান রেলের পরিদর্শনকারী দল। প্রসঙ্গত তার কিছুক্ষণ আগেই দেখা গেছে সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিট নাগাদ স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে যাত্রীদের জন্য থাকা চলমান সিঁড়ি (escalator ) গুলি সব বন্ধ ছিল। যাত্রীদের অনেকেই তাঁদের ব্যাগপত্র নিয়ে ওভারব্রিজে উঠতে সমস্যায় পড়ছেন। কিন্তু পরিদর্শনকারী দলের আসার আগেই রেলের কর্মীরা তড়িঘড়ি চাবি ঘুরিয়ে সেগুলি চালু করে দেন। পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় স্টেশন পরিষ্কার করার কাজ করা হয়। এছাড়া দিক নির্দেশ সহ বিভিন্ন সাইন বোর্ড গুলি সারানোর কাজ করা হয়। এদিন পি এস সি এর সদস্যেরা বর্ধমান স্টেশন ঘুরে দেখেন।প্ল্যাটফর্মে জমে থাকা জল, ভাঙ্গা অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

কমিটির জয়েন্ট কো আর্ডিনেটর অভিজিৎ দাস জানান, “যাত্রী সুরক্ষার দিকগুলি খতিয়ে দেখতেই রেলের তরফে এই কমিটি গঠন করা হয়েছে। মূলত, স্টেশন চত্ত্বরে থাকা টয়লেট, ফুট ওভারব্রিজ ও অন্যান্য যাত্রী সুবিধা রয়েছে কি না দেখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলো পরিদর্শন করা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখে পূর্ব রেল শাখার ডিআরএম-র সঙ্গে বৈঠকে এই বিষয়গুলি তুলে ধরা হবে।” এদিন পূর্ব বর্ধমান জেলা বিজেপির এক প্রতিনিধি দল এই কমিটির হাতে যাত্রীদের সুবিধায় একাধিক দাবি জানিয়ে একটি স্মারকলিপি তুলে দেন।

Recent Posts