ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশের মূল কার্যালয় বর্ধমানের পুলিশ লাইন এলাকা থেকে সোমবার স্থানান্তরিত করা হলো রায়না থানা এলাকার সেহারাবাজারে। এতদিন এই কার্যালয়টি বর্ধমান শহরের পুলিশ লাইন এলাকার পাশে অবস্থিত ছিল, যা মহকুমা এলাকার বাইরে ছিল। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। জেলা পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন, সাধারণের এই অসুবিধা নিরসনের জন্য জেলা পুলিশের উদ্যোগ দক্ষিণ দামোদর এলাকার সেহারাবাজারে সদর (সাউথ) মহকুমা পুলিশের কার্যালয় সরিয়ে নিয়ে যাওয়া হলো।

সোমবার এই নতুন কার্যালয়টির উদ্বোধন করেন খোদ জেলা পুলিশ সুপার সায়ক দাস। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অর্ক ব্যানার্জি, এসডিপিও সদর সাউথ অভিষেক মন্ডল সহ মহকুমার বিভিন্ন থানার অফিসার-ইন-চার্জ ও সার্কেল ইন্সপেক্টরবৃন্দ। নতুন এই কার্যালয়টি মহকুমার অভ্যন্তরে স্থানান্তরিত হওয়ায় সাধারণ জনগণের সঙ্গে আরও কার্যকর ও দ্রুত যোগাযোগ স্থাপন সম্ভব হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে আশা করা হচ্ছে।