শিক্ষা

আগামী বছর মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এলো, শুরু ২ ফেব্রুয়ারি, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: আগামী বছর এগিয়ে আসছে মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার এবছরের মাধ্যমিকের ফল ঘোষণার পরই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদ সভাপতি জানিয়েছেন, আগামী বছর এবছরের থেকে ২১দিন আগেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগামী বছর লোকসভা ভোটের কারণেই মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে বলে এদিন জানিয়েছেন পর্ষদ সভাপতি। এছাড়াও আরও কিছু কারণে পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে বলে তিনি উল্লেখ করলেও সেই কারণগুলি কী, তা স্পষ্ট ভাবে তিনি কিছু জানাননি। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ এর মাধ্যমিকের রুটিন –

সামনের বছর ২ ফেব্রুয়ারি, শুক্রবার শুরু হবে মাধ্যমিক। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। এরপর ৩ ফেব্রুয়ারি, শনিবার দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ ফেব্রুয়ারি, সোমবার রয়েছে ইতিহাস পরীক্ষা। ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভূগোল পরীক্ষা। এরপর একদিন ছুটি দেওয়া হয়েছে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রয়েছে অঙ্ক পরীক্ষা। ৯ ফেব্রুয়ারি শুক্রবার রয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা। ১০ ফেব্রুয়ারি, শনিবার রয়েছে ভৌত বিজ্ঞান পরীক্ষা। ১১তারিখ রবিবার। ১২ ফেব্রুয়ারি সোমবার রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। উল্লেখ্য এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি, শেষ হয়েছিল ৪মার্চ।