---Advertisement---

এবার সাইবার প্রতারণার খপ্পরে স্কুল পড়ুয়ারা! ২৮ জন ছাত্রের ট্যাবের টাকা গায়েব

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: এবার সাইবার প্রতারণার খপ্পরে স্কুল পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীর শিক্ষা প্রকল্পের অধীনে ছাত্রদের ট্যাবের প্রায় দু লক্ষ আশি হাজার টাকা প্রতারণা হয়েছে জানিয়ে বর্ধমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। বর্ধমান শহরের সি,এম,এস, হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ছাত্র ৪১২জন তাঁর মধ্যে ২৮জন ছাত্রের একাউন্টে মুখ্যমন্ত্রী শিক্ষা প্রকল্পের ট্যাবের টাকা ঢোকেনি। স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায় জানিয়েছেন, ২৮জন ছাত্রের ট্যাব বাবদ প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা প্রতারণা হয়েছে বলে প্রাথমিক অনুমান। এই বিষয়ে ইতিমধ্যেই বর্ধমান সাইবার ক্রাইমে থানায় গোটা ঘটনার তদন্ত চেয়ে লিখিত দরখাস্ত করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

বর্ধমানে সিএমএস হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ৪১২জন ছাত্র রয়েছে। তাঁর মধ্যে ২৮জন ছাত্রের একাউন্টে মুখ্যমন্ত্রী শিক্ষা প্রকল্পের ট্যাবের টাকা ঢোকেনি। অনুমান সেই টাকা অন্যত্র অন্যের একাউন্টে চলে গেছে। এই নিয়ে সার্বিকভাবে ছাত্র এবং ছাত্রের অভিভাবকরা রীতিমতো চিন্তিত। প্রধান শিক্ষক মিন্টু রায় জানিয়েছেন, ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা ভবনের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে বিষয়টি জানানো হয়েছে। এছাড়াও বর্ধমান সাইবার ক্রাইম ব্রাঞ্চে এফআইআর করা হয়েছে।

প্রধান শিক্ষকের অনুমান, দেশজুড়ে যেভাবে টাকা লেনদেন নিয়ে সাধারণ মানুষ প্রতিদিন প্রতারিত হচ্ছে, এক্ষেত্রেও সেইরকমই কোনো ঘটনা ঘটে থাকতে পারে। তবে পড়ুয়াদের শিক্ষা খাতের টাকাও যে এইভাবে লোপাট হতে পারে তাই ভেবে সকলেই চিন্তিত। স্বাভাবিকভাবেই ছাত্রদের মধ্যেও এই ঘটনায় হতাশা তৈরি হয়েছে। উচ্চ শিক্ষায় যাতে কাজে আসে তার জন্যই মুখ্যমন্ত্রীর শিক্ষা প্রকল্পে ছাত্র ছাত্রীদের ট্যাব বাবদ ১০হাজার টাকা তাদের একাউন্টেই পাঠানো হয়ে থাকে। কিন্তু ৪১২ জন ছাত্রের মধ্যে ২৮ জন ছাত্রের টাকা তাদের একাউন্টে না ঢুকে অন্যত্র চলে যাওয়ার ঘটনায় আলোড়ন ছড়িয়েছে।

See also  জমিতে আগুন লাগিয়ে দেওয়ায় পুড়ে ছাই জড়ো করা এক বিঘে জমির ধান, তদন্তে পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---