গ্রেপ্তারি এড়াতে ক্যানেলের জলে ঝাঁপ বৃদ্ধ চোলাই কারবারির, নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে বর্ধমান পুলিশ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বেআইনি চোলাই মদ তৈরি ও বিক্রি করার খবর পেয়ে আবগারি দপ্তরের টিম শুক্রবার অভিযান চালালো বর্ধমান শহরের একাধিক এলাকায়। আর এই অভিযানের  আগাম আঁচ পেয়ে গ্রেপ্তারি এড়াতে এক বৃদ্ধ চোলাই কারবারি সটান ঝাঁপ মেরে দিলেন জল ভর্তি ডিভিসি র ক্যানেলে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অনেকের দাবি। ঘটনাটি ঘটেছে শহরের ২৩নম্বর ওয়ার্ড এর ফকিরপুর ক্যানেল পাড় এলাকায়। যদিও বর্ধমান সদর আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, এই ধরনের কোন ঘটনা তাদের অভিযান চলাকালীন ঘটেছে বলে কেউ অভিযোগ করেনি। বর্ধমান থানা সূত্রে অভিযানের অনেক পর এই বিষয়ে ফোন করে জানানো হয়।

বর্ধমান জেলা পুলিশের ডিএসপি রাকেশ চৌধুরী বলেন, ‘ শুক্রবার সন্ধ্যায় এক বয়স্ক ব্যক্তি, নাম গণেশ মল্লিক(৬০) ফকিরপুর ক্যানেল বাঁধ এলাকার বাসিন্দা গতকাল সন্ধ্যায় ডিভিসি ক্যানেলে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন বলে খবর আসে বর্ধমান থানায়। গতকাল রাতেই নৌকা নামিয়ে খোঁজখুঁজি করা হয়েছিল। শনিবার সকালে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ফের ক্যানেলে নেমে তল্লাশি অভিযান চালায়। এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হয়নি। উদ্ধারের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ চোলাই কারবারি গণেশ মল্লিক এলাকায় একজন ভাল সাঁতারু হিসেবে পরিচিত ব্যক্তি। ফলে ক্যানেলে ঝাঁপ দেওয়ার পর ওই ব্যক্তি কোন কারণে তলিয়ে গেছেন, নাকি পুলিশের ভয়ে সাঁতার কেটে অন্যত্র উঠে পড়ে গা ঢাকা দিয়েছেন সে ব্যাপারে এলাকার অনেকের মধ্যেই কৌতুহল তৈরি হয়েছে। যদিও বর্ধমান থানার পুলিশ নিখোঁজ ব্যক্তির সন্ধানে ক্যানেলে তল্লাশি জারি রেখেছে।

আরো পড়ুন