পঞ্চম দফা ভোটের আগের দিনই কেন্দ্রীয় বাহিনীর জোয়ানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, তীব্র আলোড়ন রাজ্য জুড়ে

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,উলুবেড়িয়া: রাত পোহালেই সোমবার রাজ্য জুড়ে পঞ্চম দফার নির্বাচন। আর তার আগেই আইন শৃংখলার দায়িত্বে থাকা খোদ কেন্দ্রীয় বাহিনীর জোয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তুমুল হৈ চৈ শুরু হয়েছে রাজ্যজুড়ে। প্রসঙ্গত রবিবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে এসে শেষ মুহূর্তে তিনটি জনসভা করেছেন। সন্দেশখালি ও এই রাজ্যে নারীদের সুরক্ষা, ক্ষমতায়ন নিয়ে ভাষণ দিয়েছেন। স্বাভাবিকভাবেই এদিনই খোদ কেন্দ্রীয় বাহিনীর জোয়ানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ ওঠায় তুমুল আলোড়ন ছড়িয়েছে। এরপরই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের ইলেকশন এজেন্ট জয়াহির রাহী নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর দাবি যে আসলে ফাঁপা, মিথ্যাচার সেই বিষয়েও সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিষয়টি প্রকাশ্যে আসে যখন উলুবেড়িয়ার এক মহিলা অভিযোগ করেন যে, বিএসএফ সদস্যরা তাঁকে রাস্তায় একা পেয়ে শ্লীলতাহানি করেছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে যখন বিএসএফ জোয়ানরা আগামীকাল উলুবেড়িয়ায় পঞ্চম ধাপের ভোটের জন্য দায়িত্ব পালন করছিলেন। অভিযোগে নির্যাতিতা মহিলা জানিয়েছেন, তিনি যখন সকালে হাঁটতে বেরিয়েছিলেন সেই সময় তাঁকে একা পেয়ে কুপ্রস্তাব দেয় জোয়ান রা। প্রতিবাদ করলে তাকে জড়িয়ে ধরে এক জোয়ান। এরপরই চিৎকার চেঁচামেচি করতেই লোকজন ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা করে নির্যাতিতা মহিলা

যদিও বিএসএফ পিআরও বলেছেন, সংশ্লিষ্ট জোয়ানদের অপসারণ করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে। এদিকে ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত রাখতে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

আরো পড়ুন