রাজনীতি

ভোটের সকালে গলসিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, মারধরে জখম দুই টোটো চালক

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গলসি ১ নং ব্লকের জাগুলি পাড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মারধরের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল। ঘটনায় আহত হয়েছেন তৃণমূল কর্মী দুই টোটো চালক। অভিযোগ, একজনকে লাঠি রড পাথর দিয়ে ও অন্যজনের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আবারও প্রাকাশ্যে এসেছে তৃণমূলের জুজুধান দুই গোষ্ঠী।

আহত টোটো চালক সেখ হাসমত বিধায়ক ঘনিষ্ঠ রহমত মোল্লা অনুগামী ও আজিজুল সেখ গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চ্যাটার্জী ঘনিষ্ঠ সেখ আবুবক্করের অনুগামী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জানা গেছে, এদিন টোটোয় করে গ্রামের ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার সময় তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন হাসমত মোল্লা।

ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জখম আজিজুল শেখ কে বর্ধমান মেডিকেলে নিয়ে আসা হয়। অন্যদিকে হাসমত মোল্লা কে পুরসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।