কলকাতা ফেরার পথে বিজেপি বিধায়ক আটকে দিলেন গোরু বোঝাই গাড়ি, বর্ধমানে রাজনৈতিক শোরগোল

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানের কুসুমগ্রাম নিয়ে যাবার পথে ৯টি গোরু বোঝাই একটি গাড়ি কে বর্ধমানের বেচারহাটের কাছে ১৯নম্বর জাতীয় সড়কের উপর আটকে দিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে ব্যাপক আলোড়ন ছড়াল। বিজেপি সূত্রে জানা গেছে, এদিন সকালে আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। সেইসময় বর্ধমানের বেচারহাট এলাকায় জাতীয় সড়কের উপরে একটি ছোট হাতি গাড়ির পিছনে অমানবিক ভাবে মোটা রশা দিয়ে দুটি গরুকে বেঁধে ঝুলিয়ে নিয়ে যেতে দেখেন পিছনেই থাকা বিধায়ক।

বিজ্ঞাপন

বিধায়ক বলেন, একটি গরুর পা থেকে রক্ত বেরোচ্ছিল। এরপরই তিনি গাড়ি থামিয়ে চালকের কাছে গোরু নিয়ে যাবার কাগজপত্র দেখতে চান। বিধায়ক জানিয়েছেন, গাড়ির চালক কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। এরপরই তিনি প্রথমে স্থানীয় বিজেপির নেতৃত্ব কে ফোন করে ঘটনাস্থলে ডাকেন। পরে বর্ধমান থানার পুলিশ কেও ফোন করে বিষয়টি জানান। বর্ধমান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৯ টি গরুর মধ্যে চারটি গরুকে গাড়ি থেকে নামিয়ে বাকিগুলো কে থানায় নিয়ে আসে।

পরে আরো চারটি গরুকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোরু সহ গাড়িটি যে নিয়ে আসছিল তার নাম মাধু মল্লিক। বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশরে। গোরু গুলোকে পুরুলিয়ার বড়তার হাট থেকে কুসুমগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে, গোরু সহ গাড়িতে থাকা চারজন কে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।  এদিকে পুরুলিয়া থেকে বর্ধমান পর্যন্ত এইভাবে অমানবিকভাবে কি করে এতগুলো গোরু নিয়ে চলে এল? এই প্রশ্নে গাড়ির চালক মাধু মল্লিক জানিয়েছে, রাস্তায় বিভিন্ন থানার পুলিশ কে টাকা দিতে হয়েছে। আর এরপরই বিজেপির পক্ষ থেকে ফের প্রশ্ন তোলা হয়েছে প্রশাসনের অদক্ষতা নিয়েও।

আরো পড়ুন