বিহার থেকে হুগলি যাওয়ার পথে মেমারি পুলিশের হাতে ধরা পড়ল তিন গরু পাচারকারী, উদ্ধার ৭৮টি গরু, আটক তিনটি ট্রাক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: গোরু পাচার মামলায় যখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে, সেইসময় বিহার থেকে হুগলি যাওয়ার পথে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল তিনটি ট্রাক সহ ৭৮ টি গোরু। গ্রেপ্তার করা হয়েছে এই পাচারের সঙ্গে যুক্ত বিহারের বাসিন্দা তিনজন কে। একদিকে যখন ইডি,সিবিআই গোরু পাচারের ঘটনায় জোরদার তদন্ত চালাচ্ছে। গোরু পাচার কান্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়ে আসানসোলে বিশেষ সংশোধনাগারে রয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মনূডল। তদন্তে নিত্য নতুন তথ্য উঠে আসছে।

বিজ্ঞাপন

সেই সময় গোরু পাচারের অভিযোগে ৩ জন পাচারকারীকে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ। তাদের কাছ থেকে ৭৮ টি গোরু বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে,  ট্রাকগুলির বিহারের রেজিষ্ট্রেশন রয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হয়। বিচারক আসামিদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ২৪তারিখ পুনরায় তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিনজনই বিহারের বাসিন্দা। তাদের মধ্যে হাবলু যাদবের বাড়ি বিহারের নওয়াদা জেলার পাকরিবারওয়ান গ্রামে। সুজিত কুমারের বাড়ি বিহারের মুফাসিল থানার বেলধর গ্রামে। এবং মহম্মদ সাবিরের বাড়ি বিহারের সমস্তীপুরে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বর্ধমানের দিক থেকে হুগলির দিকে তিনটি গাড়িতে করে পাচারের উদ্দ্যেশে বেশ কিছু গোরু নিয়ে আসা হচ্ছে বলে মেমারি থানার পুলিশের কাছে খবর আসে। সেই অনুযায়ী জি টি রোডের মেমারির চেকপোস্ট এলাকায় পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং শুরু করা হয়। এদিন ভোর নাগাদ ৩ টি ট্রাককে আটকায় পুলিশ। জিজ্ঞাসাবাদে কোনও রকমের বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় ৭৮ টি গোরু। আটক করা হয় দুটি ১৪চাকার ও একটি ১২চাকার ট্রাককে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, যে তারা একই পদ্ধতিতে চুরি বা প্রতারণামূলক উপায়ে উল্লিখিত ট্রাকের মালিকদের সাথে যোগসাজশ করে এবং অবৈধভাবে কালোবাজারে গরু পরিবহন করে। অবৈধভাবে এই ব্যবসার সাথে তারা দীর্ঘদিন ধরে জড়িত। প্রসঙ্গত এর আগেও কাটোয়া মহকুমায় বেশ কিছু গোরু আটক করা হয়েছিল। এবার গোরু উদ্ধার হল মেমারিতে। কী উদ্দেশ্যে কোথায় গোরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

ছবি – ইন্টারনেট

আরো পড়ুন