---Advertisement---

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই পুণ্যার্থীর

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্বস্থলি: শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বেপরোয়া মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই পুণ্যার্থীর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পূর্বস্থলী থানার পারুলিয়া বাজারে। মৃতদের নাম সমির ঘোষ ও অসিত ঘোষ। এই ঘটনায় প্রসেনজিৎ ঘোষ ও বাপ্পা ঘোষ নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের পূর্বস্থলী হসপিটাল থেকে শক্তিনগর হাসপাতালে রেফার করা হয়। মৃত এবং আহতদের বাড়ি নবদ্বীপের চরবাজখালি এলাকায়।

বিজ্ঞাপন

জানা গেছে, শ্রাবণ মাস উপলক্ষে সোমবার শিবের মাথায় জল ঢালতে নবদ্বীপের গঙ্গা থেকে জল তুলে পূর্বস্থলীর পাটুলির জামালপুরে বুড়োরাজ মন্দিরে আসছিলেন ৯জনের একটি দল। রবিবার রাতে তাঁরা বেরিয়েছিলেন। রাস্তায় পারুলিয়া বাজারের কাছে বসে বিশ্রাম নেওয়ার সময় লেবু বোঝাই একটি ছোট হাতি গাড়ি হটাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বসে থাকা চার জনের উপর দিয়ে চলে যায়।

স্থানীয়রা দ্রুত সকলকে উদ্ধার করে পুর্বস্থলী হসপিটালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষন পর আরো একজনের মৃত্যু হয়। আহতদের শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন মৃত ও আহতদের প্রতিবেশী গণেশ ঘোষ। এই ঘটনায় মৃতদের পরিবারের নেমে এসেছে গভীর শোক।

See also  উগ্রক্ষত্রিয় সমিতির সভায় সংগঠনকে শক্তিশালী করার দাবি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---