উৎসবের মধ্যেই বর্ধমানে একের পর এক দুষ্কৃতী হামলা, আতংকের পরিবেশ, বন্ধ রেস্টুরেন্ট

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: উৎসব অবহের মধ্যেই বর্ধমান শহরের একাধিক জায়গায় দুষ্কৃতী হামলায় আতংকের পরিবেশ সৃষ্টি হয়েছে। কোথাও দুষ্কৃতীরা বাড়ির ভিতরে ঢুকে রড, লাঠি, বাঁশ দিয়ে বাড়ির সদস্যদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। মহিলাদেরও ছেড়ে দেওয়া হয়নি। তাদেরকেও মারধর করেছে দুষ্কৃতীরা। আবার  অন্যদিকে শহরের ছোটনীলপুর এলাকায় সদ্য ব্যবসা শুরু করা এক রেস্টুরেন্ট ব্যবসায়ীর কাছে ৫০হাজার টাকা তোলা চেয়ে না পেয়ে রেস্টুরেন্টের সামনেই ওই ব্যবসায়ীর ভাইপো কে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ কয়েকজন স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

দুটি ঘটনারই অভিযোগ জমা পড়েছে বর্ধমান থানায়। রেস্টুরেন্ট ব্যবসায়ী আতংকে এই উৎসবের ভরা মরসুমেই বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছে রেস্টুরেন্ট। অভিযোগ দুষ্কৃতীরা নাকি সকলেই শাসক দলের মদতপুষ্ট। পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে। বাড়িতে ঢুকে হামলার ঘটনায় পুলিশ শহরের নীলপুর থেকে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে। যদিও ঘটনার পর চারদিন পেরিয়ে গেলেও এফআইআর এ নাম থাকা মূল অভিযুক্ত পরিমল ঘোষ কে পুলিশ এখনও ধরতে পারেনি।

এদিকে অভিযোগকারীর কাছে ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা দিব্যি নাকি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে রেস্টুরেন্টে হামলাকারীদেরও পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। ফলে উৎসবের মধ্যেই শহরে ছড়িয়েছে আতংক। যদিও বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী বলেন,” অভিযুক্তদের ধরতে পুলিশ প্রতিদিন তল্লাশি অভিযান চালাচ্ছে। গতকাল রাতেও অভিযুক্তদের বাড়িতে হানা দেওয়া হয়েছে। বাড়িতে না থাকায় অভিযুক্তদের পাওয়া যায়নি। তবে খুব শীঘ্রই হামলার ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে।”

আরো পড়ুন