পশ্চিমবঙ্গ

৫৪লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার এক

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: ৫৪ লিটার চোলাই মদ সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার পুলিশ। অভিযুক্ত চোলাই মদ কারবারির বিরুদ্ধে মাধবডিহি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার বর্ধমান আদালতে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সহদেব সরেন। শনিবার ভোরে মাধবডিহি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উচালন অঞ্চলের ফটিকগ্রামে অভিযুক্তের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিস জানিয়েছে চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান অব্যাহত রয়েছে। আগামী দিনে আরো জোরদার করা হবে এই অভিযান।

Advertisement