---Advertisement---

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক মেমারিতে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: ডাকাতির উদ্দ্যেশ্যে জড়ো হওয়ার অপরাধে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। শনিবার মেমারি থানার সরডাঙ্গা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের উপর থেকে গ্রেফতার করা হয় তাকে। ধৃতের নাম মহ: রাসেদ মোল্লা। বাড়ি উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানা এলাকায় বলে পুলিশ জানিয়েছে। ধৃতের কাছ থেকে একটি দেশী বন্দুক ও এক রাউণ্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে মেমারি থানার সরডাঙ্গা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশের সন্দেহ হওয়ায় তাদের ধাওয়া করলে একজন পালিয়ে যায়। শেষমেষ মহঃ রাসেদ মোল্লাকে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে একটি দেশী বন্দুক ও এক রাউণ্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যে এই দুষ্কৃতীরা জড়ো হয়েছিলো বলে পুলিশের অনুমান।

ছবি – ইন্টারনেট

See also  সত্তরোর্ধ বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা, তীব্র চাঞ্চল্য, গ্রেফতার এক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---