ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগামী রবিবার রয়েছে ঠাকুমার শ্রাদ্ধের অনুষ্ঠান। সেই উপলক্ষে আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ করে ফেরার পথে মর্মান্তিক দূর্ঘটনায় মারা গেলেন নাতি। মৃতের নাম কল্যাণ ঘোষ(৩৬)। তার বাড়ি ভাতার থানার পারহাটে। মঙ্গলবার সকালে তিনি গলসীর সাটিনন্দী গিয়েছিলেন এক আত্মীয়কে নিমন্ত্রণ করতে।
জাতীয় সড়ক ধরে মোটর সাইকেলে করে ফেরার সময় গলসীর তিরেঙ্গে মোড়ে তাকে একটি মাছের পিকআপ ভ্যান ধাক্কা মারে৷ তারপর গাড়িটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় কল্যাণকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতলে আনা হলে সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।