পশ্চিমবঙ্গ

বর্ধমানের পালিতপুরে ডাম্পারের চাকায় পিষ্ট এক ব্যক্তি, আহত আরো এক

FOCUS BENGAL

FOCUS BENGAL

  1. ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সবজি বাজার করে কারখানায় ফেরার পথে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনায় গুরুতর জখম আরো এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, তার হাতের উপর দিয়ে চলে গেছে ডাম্পারের চাকা। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টা নাগাদ পালিতপুর থেকে সিজেপাড়া যাওয়ার রাস্তায় স্টিল কারখানার সামনে।

আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার পর ঘাতক ডাম্পার টি পালিয়ে যায়। পুলিশ ডাম্পারের খোঁজে তল্লাশি শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
Advertisement