---Advertisement---

বেআইনি মদের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলা জুড়ে অভিযান, গ্রেপ্তার ৮৮জন, উদ্ধার বিপুল পরিমাণ মদ ও তৈরির উপকরণ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার সব থানা বিগত কয়েকদিন ধরে লাগাতার অভিযান চালিয়ে জেলার বিভিন্ন জায়গাতে অবৈধ্ উপায়ে তৈরি মদ ও মদ সহ প্রচুর বোতল বাজেয়াপ্ত করেছে। গত এক মাসে প্রায় ৫৫ টি বোতল সহ প্রায় ২৯২৫.৮৮ লিটার অবৈধ মদ এবং মদ তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়েছে। ২৮০২৩ লিটার মদ নষ্টও করা হয়েছে। বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানাতে এইসমস্ত বেআইনি কারবারের বিরুদ্ধে মোট ৭৫ টি মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে ৮৮ জন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অবৈধ মদের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলা পুলিশের অভিযান আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

See also  মঙ্গলকোটে তৃণমূলের বুথ সভাপতি খুন, অভিযোগের তীর বিজেপির দিকে, উত্তেজনা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---