---Advertisement---

বর্ধমানে স্বাস্থ্যসাথী কার্ডে দুর্নীতি, জরিমানা না দেওয়ায় নার্সিংহোম বন্ধের নির্দেশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: স্বাস্থ্য সাথী কার্ডে ব্যাপক দুর্নীতির অভিযোগে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমকে প্রায় ২ কোটি টাকা জরিমানা করেছিল স্বাস্থ্য দফতর। কিন্তু দীর্ঘদিন নার্সিংহোম কর্তৃপক্ষ জরিমানার টাকা না দিয়েই নগদে রোগী ভর্তি করে ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ। এবার স্বাস্থ্য দপ্তর সেই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শহরের কেশবগঞ্জ চটি এলাকায় রয়েছে এই নার্সিংহোমটি। স্বাস্থ্য সাথী কার্ডে এই নার্সিংহোম গ্রেড সি হিসেবে টাকা নিতে পারতো। কিন্তু নিয়ম ভেঙে গ্রেড বি হিসেবে সরকারের কাছে বিল জমা দিত। পাশাপাশি, নিউরোপ্যাথীর প্যাকেজে রোগীকে চিকিৎসা পরিষেবা দিয়ে গুলেনবাড়ির প্যাকেজে বিল জমা দিয়ে স্বাস্থ্য সাথী কার্ডের মোটা টাকা আদায় করতো। পরবর্তী ক্ষেত্রে স্বাস্থ্য দফতরের বিষয়টি নজরে আসে।

এই নার্সিংহোম এমন একটি রোগের প্যাকেজে চিকিৎসা পরিষেবা দিয়ছে যা এক লক্ষে এক জনের হওয়ার সম্ভাবনা। কিন্তু কম সময়ের ব্যবধানে অন্তত ১০ জনকে এই রোগের চিকিৎসা পরিষেবা দিয়ে স্বাস্থ্য সাথী কার্ডের বিল জমা করে টাকা নিয়েছিল এই নার্সিংহোম। বিষয়টি ধরা পড়ার পর নার্সিংহোম কর্তৃপক্ষকে শোকজ করে স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শোকজের জবাব সন্তোষজনক ছিল না। ওই নার্সিংহোমকে এক কোটি ৮৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। জরিমানার অর্থ কমানোর জন্য আবেদন করে নার্সিংহোম কর্তৃপক্ষ। স্বাস্থ্য দফতর জরিমানার অঙ্ক কমিয়ে ১ কোটি ২০ লক্ষ টাকা করে। কিন্তু সেটাও জমা করেনি ওই নার্সিংহোম। শেষ পর্যন্ত ওই নার্সিংহোমের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য দফতর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় সংবাদ মাধ্যমকে জানান, নার্সিংহোম টিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ অবশ্য স্বাস্থ্য দফতরের অভিযোগ মানতে অস্বীকার করেছে। তারা আইনের দ্বারস্থ হচ্ছে বলে জানা গিয়েছে।

See also  পূর্ব বর্ধমানে ভ্যাকসিন নিয়ে প্রশাসনের চরম দ্বিচারিতা, সরকারী ভূমিকায় ক্ষুব্ধ ওষুধের দোকানদাররা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---