---Advertisement---

আয়োজিত হল ‘রাঢ় বাংলা নাট্য উৎসব’ ২০২৪

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তায় এবং ‘বোরহাট অরিত্র’ নাট্য সংস্থার উদ্যোগে আয়োজিত হল ‘রাঢ় বাংলা নাট্য উৎসব’ ২০২৪। সন্ধ্যায় দুটি নাটক মঞ্চস্থ হয়। প্রথমটি বালিগঞ্জ স্বপ্ন সূচনার নাটক ‘কন্ট্রাক্ট কিলার” এবং শেষে বোরহাট অরিত্র সংস্থার নিজস্ব প্রযোজনার নাটক- “জ্বালা”। বিজয় মুখোপাধ্যায় নিবেদিত এবং কন্ট্রাক্ট কিলার নাটকে মুরারী মুখোপাধ্যায়ের অভিনয় সকলের নজর কাড়ে। অসাধারণ ভারসাম্য রেখে গলার স্বরের সুন্দর উঠানামা, অপূর্ব উচ্চারণ, বাচনভঙ্গি ও এক্সপ্রেশন ছিল অনবধ্য।পাশাপাশি, বিজয় মুখোপাধ্যায়, দ্যুতিলেখা মুখোপাধ্যায়, প্রীতি কর্মকারের অভিনয় ছিল মন ভোলানো।

বিজ্ঞাপন

দ্বিতীয় দর্শনে ছিল আয়োজক নাট্য সংস্থার নিজস্ব নাটক ঋত্বিক ঘটকের কাহিনী অবলম্বনে ‘জ্বালা’। নীলেন্দু সেনগুপ্তের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন শিবতোষ বোস, অভিষেক মন্ডল, শ্রেয়া সরকার, সুভাষ চক্রবর্তী, অঙ্কিত চট্টোপাধ্যায় এবং সুপ্রকাশ চৌধুরী। মঞ্চ নির্মাণে ঘনশ্যাম সরকার, আলো গোপাল রাজ এবং অয়ন রাজ, নৃত্যে তিথি ঘোষ মন্ডল, মনীশা দাস, বৃষ্টি সিং, আবহে সৃজা বন্দ্যোপাধ্যায়রা ছিল অসামান্য। প্রতিটি মানুষের জীবনের জ্বালা থেকে বেরোনোর পথ কি, সেটাই নাটকে ফুটিয়ে তোলা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সাধন চন্দ্র বলেন, একদিনের উৎসবে কলকাতা এবং বর্ধমানের দুটি নাটক দর্শকদের মন জয় করেছে। থিয়েটার চর্চাকে এগিয়ে নিয়ে যেতেই নাট্য একাডেমীর সহযোগিতায় তাদের এই উদ্যোগ।

See also  প্রেস লেখা গাড়িতে গুন্ডা নিয়ে ঘুরেছেন দিলীপ ঘোষ, নির্বাচন কমিশন নপুংশক হয়ে গেছে - কীর্তি আজাদ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---