৩০০গ্রাহকের ৩০লক্ষ টাকা তছরুপের অভিযোগে মেমারিতে গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক গ্রেপ্তার

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: গ্রাহক পরিষেবা কেন্দ্রের প্রায় ৩০ লক্ষ টাকা তছরুপের অভিযোগে বুধবার মেমারি থানার পুলিশ গ্রাহক পরিষেবা কেন্দ্রে মালিক কে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম কিরিটি বৈরাগ‍্য। মেমারি থানা সূত্রে জানা গেছে, রসুলপুরের দলুই বাজার এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের প্রায় ৩০০ গ্রাহকের আনুমানিক ৩০ লক্ষ টাকা তছরূপের অভিযোগ রয়েছে কিরিটি বৈরাগ্যর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার গ্রাহক পরিষেবা কেন্দ্রটি বন্ধ থাকায় বুধবার ওই ব্যাঙ্কের ম্যানেজার কে ঘেরাও করে গ্রাহকরা বিক্ষোভ দেখায়। শীতলা দাস, সুলতা সাঁতরা, সুনয়নী সাঁতরা, মিলনী মন্ডল. বুনি চালক, দীনবন্ধু অধিকারী, রেখা অধিকারী ছাড়াও অন্যান্য বহু গ্রাহক অভিযোগ করেন, তাদের সরলতা ও অজ্ঞনতার সুযোগ নিয়ে গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক কিরিটি বৈরাগ‍্য তাদের সঙ্গে প্রতারণা করেছে। টাকা তছরুপ করেছে। এমনকি এব্যপারে ব্যাংকের ম্যানেজার কে জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গ্রাহক পরিষেবা কেন্দ্রে টাকা তুলতে গেলে কখনো লিংক নেই, কখনো বা আঙুলের ছাপ মিলছে না বলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হতো।

এদিকে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এদিন বিক্ষোভ চলাকালীন খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় মেমারি থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। পুলিশ আধিকারিক প্রতারিত গ্রাহকদের সাথে কথা বলেন এবং তদন্তের আশ্বাস দেন। পুলিশ ঘটনার তদন্ত করে অতি দ্রুততার সাথে বুধবার ভোরে গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক কিরিটি বৈরাগ‍্যকে গ্রেপ্তার করে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার সকালে ধৃতকে বর্ধমান আদালতে পাঠায় পুলিশ। তদন্তের সার্থে অভিযুক্ত কিরিটি বৈরাগ‍্যকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন সংবাদমাধ্যম কে অভিযুক্ত জানিয়েছে, তিনি ভুল করেছেন এবং খুব তাড়াতাড়ি সকলের টাকা ফেরৎ করে দেবেন।

আরো পড়ুন