খবরের জের, ২৪ঘণ্টার মধ্যে অকেজো পানীয় জলের কল ঠিক করে দিল পঞ্চায়েত, খুশি পড়ুয়ারা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: ফোকাস বেঙ্গলের খবরের জের, ২৪ঘণ্টার মধ্যেই পাল্লা রোড নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের অকেজো পানীয় জলের হাত কল মেরামতের উদ্যোগ নিল স্থানীয় দলুইবাজার ১পঞ্চায়েত প্রধান। গতকাল পাল্লা রোড নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের একমাত্র হাত কল অকেজো হয়ে যাওয়ায় প্রায় সপ্তাহ খানেক ধরে বিদ্যালয়ের পড়ুয়ারা থেকে মিড ডে মিলের রান্না করতে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ কে বলে খবর প্রকাশ করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর ঘোষ অভিযোগ করেছিলেন, দীর্ঘদিন ধরে স্কুলের একমাত্র পানীয় জলের টিউব ওয়েল টি থেকে আয়রন যুক্ত হলুদ জল বেরোচ্ছে। যা পান করার অযোগ্য। এরই মধ্যে কলটি ভেঙে যাওয়ায় সেটি আর ব্যবহার করা যাচ্ছে না। পড়ুয়ারা এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে জল এনে খাচ্ছিল। এমনকি মিড ডে মিলের রান্নার জন্য প্রতিদিন ২০থেকে ২৫বালতি জল বাইরে থেকে নিয়ে এসে কাজ চালাতে হচ্ছে রাঁধুনীদের। এইভাবে চলতে থাকলে মিড ডে মিল বন্ধ করে দিতে হবে বলেও জানিয়েছিলেন প্রধান শিক্ষক। তিনি এও জানিয়েছিলেন, বিদ্যালয়ের শৌচালয় ব্যবহার করাও সমস্যার হয়ে পড়েছে। এই সমস্যার বিষয় জানিয়ে ইতিমধ্যে বিডিও, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত প্রধান কে দরখাস্ত দিয়েছেন তিনি। কিন্তু সমস্যার সমাধান হয়নি।

এই খবর পাওয়ার পর ফোকাস বেঙ্গলের প্রতিনিধি স্থানীয় পঞ্চায়েত প্রধান সমাপ্তি ঘোষ এর সঙ্গে কথা বলেন। প্রধান আশ্বস্ত করে জানিয়েছিলেন, দ্রুত বিদ্যালয়ের জলের কল ঠিক করে দেওয়া হবে। কথা বলা হয়েছিল জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারার সঙ্গেও। তিনিও জানিয়েছিলেন, ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আর এরপরই ২৪ঘণ্টা যেতে না যেতেই শনিবার বিদ্যালয়ের পানীয় জলের কল মেরামত করার উদ্যোগ নিলেন দলুইবাজার ১পঞ্চায়েত প্রধান সমাপ্তি ঘোষ। নতুন টিউব ওয়েল বসানোর পর এদিন রীতিমত পরিষ্কার জল বেড়োতে দেখা যায়। ফলে স্কুলের পড়ুয়ারা থেকে শিক্ষক, শিক্ষাকর্মী, মিড ডে মিলের রাঁধুনি সকলেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

প্রধান শিক্ষক দীপঙ্কর ঘোষ এদিন বলেন, ‘পঞ্চায়েত থেকে আজ বিদ্যালয়ের কলটি ঠিক করে দিয়েছে। এরফলে পড়ুয়ারা উপকৃত হবে। পাশাপাশি দুপুরের মিড ডে মিলের রান্নার জন্য আর বাইরে থেকে জল আনতে হবে না রাঁধুনীদের। পঞ্চায়েত প্রধান কে ধন্যবাদ জানাই।’ প্রধান সমাপ্তি ঘোষ বলেন,’ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পানীয় জলের কল খারাপ হয়ে যাওয়ার বিষয় জানার পরই আমি দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। কয়েকদিন কল মিস্ত্রির সমস্যা ছিল। শনিবার কল ঠিক করে দেওয়া হয়েছে। এবার বিদ্যালয় কর্তৃপক্ষ যাতে ঠিকঠাক ভাবে মিড ডে মিল চালিয়ে যেতে পারেন সেই ব্যাপারে নজর রাখুক। আমরাও লক্ষ্য রাখছি।’

আরো পড়ুন